চার দশকের অভিনয়ের সুদীর্ঘ ক্যারিয়ারে ‘খড়কুটো’ ধারাবাহিকে গুনগুনের ‘ড্যাডি’ হিসেবে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। আর নাটকের বাবা অভিষেক চট্টোপাধ্যায়ের এমন মৃত্যুতে ভীষণভাবে ভেঙে পড়েছেন অভিনেত্রী তৃণা সাহা। দুই বছরের বেশি সময় ধরে তিনি প্রয়াত এ অভিনেতার মেয়ের চরিত্রে অভিনয় করেন। তৃণা বলেন, ছোটপর্দায় অভিষেকদা আমার ড্যাডি ছিলেন। পর্দার বাইরেও ড্যাডির মতোই ছিলেন। পরশু দিন শুটিংয়ে আমি তাকে খুব বকাবকি করেছি। শরীরের একদম যত্ন ছিল না তার। অভিনেত্রী তৃণা আরও বলেন, কিছুদিন ধরেই পেটের সমস্যায় ভুগছিলেন অভিষেক। লিভারের সমস্যাও ছিল। অসুস্থতা নিয়ে কাজ করে যাচ্ছিলেন তিনি। পরশু দিনও সেটে অভিষেকদা অসুস্থ হয়ে পড়েছিলেন। আমরা ওকে বিশ্রাম করতে বলি। দুলালদা (দুলাল লাহিড়ি) তাকে ডেকে আনতে গেছিল। অভিষেকদা তখন দুলালদার গায়েই বমি করে দেয়। তখন আমরা চিকিৎসকের কাছে নিয়ে যাই তাকে। তারপর বাড়ি পাঠিয়ে দিই। এ অবস্থায় গতকালও শুটিং করলেন অভিষেকদা। ফোনে আমি বকাবকি করেছিলাম তাকে।