আগামী ১০ মে কোতয়ালী থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (৮ এপ্রিল) বিকেলে রংপুর টেক্সটাইল ইন্সটিটিউট হলরুমে ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে কার্যনির্বাহী কমিটির সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী কমিটির সভায় ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি দুলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ সনুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কোতয়ালী থানা আওয়ামী লীগ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক কায়সার রাশেদ খান শরিফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সদস্য সচিব নওশাদ রশীদ, এ ছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি নবীউল্লাহ পান্না, শামীম তালুকদার, আবুল কাশেম, দিলশাদ আহমেদ মুকুল, যুগ্ন সাধারণ সম্পাদক রাওশানুল কায়সার সংগ্রাম, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার শাহাদাৎ হোসেন, ২০ নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলামসহ মহানগর আওয়ামী লীগ ও কোতয়ালী থানার আওতাধীন সকল ওয়ার্ডের নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে প্রয়াত আওয়ামী লীগ নেতাদের স্বরণে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়, বিস্তারিত আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।