২৫ জানুয়ারি সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক গণতন্ত্র মঞ্চের
অনলাইন ডেস্ক
/ ৫৭
Time View
Update :
সোমবার, ১৬ জানুয়ারি, ২০২৩
Share
আগামী ২৫ জানুয়ারি ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশের নতুন কর্মসূচি ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ। আজ সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক শহিদ উদ্দিন মাহমুদ স্বপন এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ২৫ জানুয়ারি ভোটাধিকার প্রতিষ্ঠা, অবৈধ সরকারের পদত্যাগ, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরির লক্ষ্যে এবং দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির প্রতিবাদে সারা দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ সমাবেশ পালন করবে গণতন্ত্র মঞ্চ। রাজধানীতে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সমানে বিক্ষোভ সমাবেশ করা হবে। তিনি আরো বলেন, ২৫ জানুয়ারি বিক্ষোভ সমাবেশ কর্মসূচির মধ্যে দিয়ে যুগপৎ আন্দোলনের ধারা আরো শক্তিশালী হবে। পাশাপাশি এ ফ্যাসিবাদী সরকারকে পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা তৈরির লড়াই আরো জোরদার হবে। এই কর্মসূচির মধ্য দিয়ে যুগপৎ আন্দোলনের ধারা আরো শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন জেএসডির সাধারণ সম্পাদক। বিক্ষোভ সমাবেশে আরো উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, ভাসানী অনুসারী পরিষদের চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলুসহ গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীরা। তবে জোটের অন্যতম শরিক দল গণঅধিকার পরিষদের কোনো নেতাকর্মীকে সমাবেশে দেখা যায়নি।
আমাদের সম্পর্কে
প্রকাশক ও সম্পাদক: ড. শাহজাহান মজুমদার, ব্যবস্থাপনা সম্পাদকঃ জি.এম ফারুক হোসেন
অফিস : সম্পাদকীয় কার্যালয় : ৯০/এ মুকুল টাওয়ার (৭ম তলা), নিউ সার্কুলার রোড, সিদ্ধেশ্বরী, ঢাকা-১২১৭।
প্রকাশক কর্তৃক ১৫৮/১, উত্তর বাসাবো থেকে প্রকাশিত এবং মেসার্স টাঙ্গাইল ।
আমাদের সাথে যোগাযোগ করুন: Email- ekusheysangbad@gmail.com .
মোবাঃ ০১৭৩০-২৫৭০২৯, বিজ্ঞাপন-০১৭৩৩-৪৪৫৮৫৬