র্যাব-১২, সিপিএসসি, বগুড়া গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বগুড়া জেলার শাজাহানপুর থানাধীন বনানী বাসস্ট্যান্ড এলাকায় কতিপয় সন্ত্রাসী, চাঁদাবাজ যুবক সন্ত্রাসী কার্যক্রম করার জন্য অবস্থান করছে।
এই সংবাদ পেয়ে গত ২৯ সেপ্টেম্বর, ২০২৩ তারিখ রাত্রি অনুমান ১৯.০৭ ঘটিকার সময় র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এর একটি আভিযানিক দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে ধৃত আসামী ১। মোঃ সাব্বির হোসেন (২৩), পিতা-মোঃ সাগর হোসেন, সাংগন্ডগ্রাম(দক্ষিণপাড়া)
থানা-শাজাহানপুর, জেলা-বগুড়াকে ০১(এক)টি বার্মিজ টিপ চাকুসহ আটক করে। ধৃত আসামীর পরিহিত জিন্স প্যান্টের পকেট হতে চাকুটি উদ্ধার করা হয়। উক্ত ধৃত আসামীর পিসি এন্ড পিআর যাচাই করে জানা যায়, তার বিরুদ্ধে বগুড়া জেলার শাজাহানপুর থানার মামলা নং-৩৯, তারিখ-২৭/০৯/২০২৩খ্রিঃধারা-১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬ পেনাল কোড এর ০১নং এজাহারনামীয় আসামী। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানা, বগুড়ায় সোপর্দ করা হয়। র্যাবের সাহসী অভিযানের মাধ্যমে এই গ্রেফতারের ফলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।
র্যাব ১২ ভবিষ্যতে আরও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করবে বলে মনে করেন সচেতন মহল।