টানা চার হারে ধুঁকছিল পাকিস্তান। ব্যর্থতার বৃত্ত ভেঙে বাংলাদেশের বিপক্ষে দাপুটে জয় পেলো গ্রিন ক্যাপরা। ৭ উইকেটের বড় জয়ে কি স্বরূপে ফেরার বার্তা দিলো বাবর আজমরা? সাবেক ভারতীয় ক্রিকেটার বীরেন্দর শেবাগের ভাষ্য, দুর্দশাগ্রস্ত বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয় পাকিস্তানের জন্য কোনো ইতিবাচক বার্তা হতে পারে না।
মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশকে ২০৪ রানে অলআউট করে দিয়ে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ম্যাচ শেষে ক্রিকবাজকে সাক্ষাৎকার দেন বীরেন্দর শেবাগ। অনুষ্ঠানের সঞ্চালক বলেন, ‘জয়টা পাকিস্তানের একরকম বার্তাও।’ সঞ্চালক এ কথা বলে বোঝাতে চেয়েছিলেন, খাদের কিনারায় থাকা পাকিস্তান বাংলাদেশকে হারিয়ে প্রত্যাবর্তনের আভাস দিলো। জবাবে ভারতের হয়ে ২০১১ বিশ্বকাপজয়ী শেবাগ বলেন, ‘বাংলাদেশের বিপক্ষে পাওয়া জয়টিকে কোনো (ইতিবাচক) বার্তা বলব না আমি। তারা (টাইগাররা) আগে থেকেই বাজে খেলছে। তাদের বিপক্ষে শক্তি প্রদর্শনের কী আছে!’ আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। তবে এরপর ৬টি ম্যাচ খেলে টাইগাররা পায়নি কোনো জয়।
রান তাড়া করতে নেমে পাকিস্তানের দ্রুত জয় তুলে নেয়ার বিষয়ে শেবাগ বলেন, ‘আজ (মঙ্গলবার) রাতে তারা যে ভালো কাজটি করেছে, সেটা হলো ৩২ ওভারের মধ্যে জয় তুলে নেয়া। এতে তাদের রানরেটের উন্নতি হয়েছে।
(পয়েন্ট টেবিলে) ওপরে থাকা কোনো দলের রান রেট কমলে এটা তাদের (সেমিফাইনালে উঠতে) সাহায্য করবে।’ বাংলাদেশের দেয়া ২০৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ৩২.৩ ওভারে জয় তুলে নেয় পাকিস্তান। এতে পাকিস্তানের নেট রান রেট আরো ভালো হয়েছে।
শেবাগ বলেন, ‘আমরা ভাবছি, পাকিস্তান হয়তো সেমিফাইনালে উঠতে পারবে না। কিন্তু তাদের এখনো দুই ম্যাচ বাকি। একটি বেঙ্গালুরুতে অন্যটি এখানে (কলকাতা)। এখানে তারা খেলবে ইংল্যান্ডের বিপক্ষে, যারা মোটেও ভালো খেলতে পারছে না। বেঙ্গালুরুতে খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। দুটি ম্যাচই তারা জিতলে (শীর্ষ চারে ওঠার) সুযোগ বাড়বে। কারণ পাকিস্তানের ওপরে থাকা দলগুলোও ম্যাচ হারতে পারে।’
টানা চার হারের হতাশা পেছনে ফেলে পাকিস্তানিদের নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে শেবাগ বলেন, ‘পাকিস্তানের ভাবা উচিত, তাদের বিশ্বকাপ কেবল শুরু হলো। নিজেদের ম্যাচগুলো আগে জিততে হবে। তারপর কী হয় দেখা যাবে।’