সবশেষ আইসিসি ওয়ানডে বিশ্বকাপ শিরোপা জয়ের মধ্য দিয়ে এক দিনের ক্রিকেটকে বিদায় বলা ডেভিড ওয়ার্নার ঘরের মাঠে পাকিস্তান সিরিজ দিয়ে বিদায় বলেছেন টেস্ট ক্রিকেটকেও। এবার টি-টোয়েন্টি থেকেও বিদায়ের বার্তা দিলেন সময়ের অন্যতম সেরা এই মারকুটে ওপেনার।
ঘরের মাঠে শুক্রবার ওয়ার্নারের ঝড়ো ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে ১১ রানে হারায় অস্ট্রেলিয়া। ৩৬ বলে ৭০ রানের ইনিংস খেলে ম্যাচের নায়ক বাঁহাতি ওপেনার ওয়ার্নার। ম্যাচ শেষে ওয়ার্নার দেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের বার্তা।
‘ম্যাচটি জিততে পেরে খুব ভালো লাগছে। উইকেটও ভালো ছিল। সেই সুযোগটাই কাজে লাগিয়েছি। এখন ফ্রেশ লাগছে। আমি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে চাই—সেখানেই ক্রিকেট খেলা শেষ করতে চাই। আগামী ৬ মাস আমার জন্য অন্যরকম হতে যাচ্ছে।’
ওয়ার্নারের শততম এই ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে তারা তোলে ৭ উইকেটে ২১৩ রান। জবাবে ৮ উইকেটে ২০২ রানে আটকে যায় ক্যারিবীয়দের ইনিংস।
আগামী ৪ জুন শুরু আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ-২০২৪। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম এই আসরের পর্দা নামবে ৩০ জুন। ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র যৌথভাবে এবারের আসরটি আয়োজন করবে। সেই হিসেবে ২০২৪ সালের জুনেই দীর্ঘ ১৫ বছরের বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ওয়ার্নার।