বাঙালি মুসলিম মেয়েদের হিজাব বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হলো হিজাব বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।রোববার (১১ ফেব্রুয়ারী) বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের শ্রেণিকক্ষে বিভাগের ৯৯ তম ব্যাচের উদ্যোগে আয়োজিত হয় অনুষ্ঠানটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. শামছুল আলম। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একই বিভাগের প্রফেসর ইউসুফ ইবনে হোসাইন, অ্যাসোসিয়েট প্রফেসর ড. রফিকুল ইসলাম, অ্যাসোসিয়েট প্রফেসর ড. আমীর হোসাইন ও অ্যাসিসট্যান্ট প্রফেসর ড. মোস্তফা মনজুর।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. শামসুল আলম বলেন, সংস্কৃতির অবক্ষয়ের এই সময়ে আমাদের প্রচেষ্টাগুলো যেনো উদীয়মান সুর্যের ন্যায়, যা কখনোই নিভে যাওয়ার নয়। এরপর তিনি কুরআন ও হাদিসের আলোকে হিজাব সম্পর্কে আলোচনা করেছেন।
নারীদের কর্মের স্বাধীনতা নিয়ে আলোচক ড. আমীর হোসেন বলেন, নারীরা অবশ্যই কর্মক্ষেত্রে যাবে তবে তাদের প্রকৃতির সাথে যায় এমন কর্মক্ষেত্রে।
আলোচকবৃন্দের বক্তব্য শেষে শিক্ষার্থীদের মাঝে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে মহান আল্লাহর স্মরণে হামদ ও রাসূল (সা.) এর স্মরণে নাতে রাসূল পরিবেশন ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।