বিরতী শেষে শাবনূর ফিরছেন নতুন সিনেমা ‘রঙ্গণা’র মাধ্যমে। প্রযোজনা সংস্থা এমএস ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করবেন আরাফাত হোসাইন। গত শনিবার রাতে ঢাকা ক্লাবে সিনেমাটির মহরত হয়। এ সিনেমার মহরত অনুষ্ঠানেই আরেকটি নতুন সিনেমায় শাবনূরের অভিনয়ের ঘোষণা দেয়া হয়। সিনেমাটির নাম ‘এখনো ভালোবাসি’। এমএস ফিল্মসের ব্যানারে এটিও পরিচালনা করবেন আরাফাত হোসাইন। মহরত অনুষ্ঠানে শাবনূর বলেন, এ সিনেমার জন্য আমার দেশে আসা। অস্ট্রেলিয়া থাকাকালীন এ সিনেমার সঙ্গে যুক্ত হয়েছি। সিনেমার গল্প এবং গানগুলো আমাকে এতটা মুগ্ধ করেছে যে, মন চায় এখনই সিনেমার কাজ শুরু করি। এখন সিনেমাটির কাজ শুরু করার প্রস্তুতি নিচ্ছি। দর্শক যেভাবে চায় সেভাবেই আমি পর্দায় ফিরতে চাই। এজন্য একটু সময় নিচ্ছি। পরিচালক আরাফাত বলেন, রঙ্গনা সিনেমাটি আমার সন্তানের মতো। সিনেমাটি দেশ, দশ এবং মানুষের হৃদয়ের রক্তক্ষরণের কথা বলবে। এ সিনেমা দর্শকদের হতাশ করবে না। সিনেমাটির প্রযোজক মৌসুমি আক্তার মিথিলা বলেন, আমার বিশ্বাস ‘রঙ্গণা’ বাংলা সিনেমার দৃষ্টান্ত হয়ে থাকবে। একজন নারী যখন সমাজের অসঙ্গতি নিয়ে কথা বলে, তখন তার ওপর নানা বাধা আসে। এ সিনেমার মাধ্যমে সেই বিষয়টি দেখা যাবে। সিনেমাটির শুটিং বাংলাদেশ ও ভারতে হবে। সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন ফজলুর রহমান বাবু, বড়দা মিঠু, গোলাম কিবরিয়া তানভীরসহ অনেকে। সিনেমাতে শাবনূরের বিপরীতে কাকে দেখা যাবে তা চমক হিসেবে রাখা হয়েছে। তবে এ সিনেমায় কলকাতার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে শাবনূরের বিপরীতে দেখা যেতে পারে।