
আমির হোসেন নামের এই ষাটোর্ধো মুরুব্বির পাঁচ বছর ধরে মাঝে মাঝে মাথা ব্যথা (Headache) করত, এজন্য মাঝে মাঝে ফার্মেসি থেকে ঔষধ কিনে খেতেন, গত ছয় মাস থেকে তিনি চোখে কম দেখছেন এবং মাঝে মাঝে একটাকে দুইটা ( Diplopia) দেখেন। তাই তিনি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার দেখান, তিনি MRI করে দেখেন যে, ব্রেন টিউমার ( পিটুইটারি টিউমার) হয়েছে। তিনি আমাদের কাছে পাঠান।
আমরা অত্যাধুনিক পদ্ধতিতে, নাক দিয়ে এন্ডোস্কোপ নামক যন্ত্রের মাধ্যমে তার অপারেশন করলাম।
আলহামদুলিল্লাহ, অপারেশনের পরে তিনি এখন সুস্থ ; মাথা ব্যথা একদমই নাই, চোখে দেখাও অনেক উন্নতি হয়েছে।
এই ধরনের এন্ডোস্কোপিক, মাইক্রোস্কোপিক এবং মাইক্রোভাসকুলার সহ নিউরো সার্জারীর প্রায় সব ধরনের আধুনিক অপারেশন এখন আমাদের দেশেই হচ্ছে এবং আলহামদুলিল্লাহ সাকসেসফুল ভাবেই হচ্ছে।
কাজেই ব্রেন টিউমার অপারেশন করলে রোগী বাঁচে না অথবা আমাদের দেশে ব্রেন টিউমার অপারেশন হয় না অথবা ব্রেন টিউমার অপারেশন করলে রোগী পঙ্গু হয়ে যায়, অন্ধ হয়ে যায় অথবা মাথা নষ্ট হয়ে যায় এই ধরনের কথার আসলে কোন ভিত্তি নেই।
কাজেই আপনার অথবা আপনার পরিচিত কারো ব্রেন টিউমার হলে কোন নিউরোসার্জনের পরামর্শ নিন। সেবা নিন সুস্থ থাকুন। আল্লাহপাক সবাইকে সুস্থ রাখুন।
ডাঃ রাশেদ মাহমুদ
সহকারী অধ্যাপক
নিউরো সার্জারী বিভাগ
ঢাকা মেডিকেল কলেজ