চট্টগ্রাম বাঁশখালী থানাধীন পালেগ্রামে ৫নং ওয়ার্ড সমাজ কল্যান পরিশোধের উদ্যোগে বাৎসরিক বনভজন ২০২৪ উদযাপিত হয়েছে
বাঁশখালীর পালেগ্রাম হইতে বঙ্গবন্ধু ট্যানেল দিয়ে পতেঙ্গা সী বিচ ফয়জলেক চিড়িয়াখানা আনন্দ ভ্রমণ আসেন পালেগ্রাম সমাজ কল্যাণ পরিষদের সকল সদস্যবৃন্দরা,
বাঁশখালী পালেগ্রাম থেকে বঙ্গবন্ধু ট্যানেল হয়ে পতেঙ্গা সীবিসে একটি রেস্টুরেন্টে দুপুরের খাবার শেষ করেন, পরে চট্টগ্রাম ফয়েজ লেক চিড়িয়াখানায় পালেগ্রাম সমাজ কল্যাণ সংগঠনের সকল সদস্যবৃন্দরা আনন্দ উৎসব মেতে উঠেন পরে সকল সদস্যবৃন্দ এক জায়গায় জরো হয়ে তাদের সংগঠনের সকল উন্নয়নমূলক সামাজিক কর্মকান্ড, গণমাধ্যমের কাছে তুলে ধরেন, পালেগ্রাম সমাজ কল্যাণ পরিষদের সদস্যবৃন্দরা বলেন আমাদের এই সংগঠনটি একটি সামাজিক সংগঠন আমরা এলাকার উন্নয়ন মূলক সামাজিক কাজে আমাদের সংগঠনের সকল সদস্যবৃন্দ নিয়োজিত আছে, আমরা সমাজের অসহায় মানুষের পাশে আমাদের সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করি আমাদের সংগঠনে কোনো রকম অনিয়ম হয় না আমরা আমাদের সাধ্যমত আমাদের সংগঠনের পাশে সব সময় আছি এবং থাকব।
এ সময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব শাহাদাত ফারুক (বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক। জনাব আবু ছালেক (বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজ সেবক) উক্ত সংগঠনের -সভাপতি জনাব মো:ইউনুচ ,আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক,
অ্যাডভোকেট আব্দুল খালেক সহ সাধারণ সম্পাদক ,
ওসমান গনি সহ-সভাপতি ,
আবদুল করিম অর্থ সম্পাদক
এন্তু মিয়া. জালাল উদ্দিন. হেলাল , কফিল উদ্দিন, মোহাম্মদ মাহবুব, মোহাম্মদ রহিম, মোস্তফা আলী, ইউচুফ ফকির, আজিম, মোঃ শাহাদাত, লিয়াক আলী, ইলিয়াছ, জিয়া,মোঃ হাসান,নোমান,দেলোয়ার, এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের সকল সদস্যবৃন্দ ও গণমাধ্যম কর্মী।