রংপুর বিভাগের ৮ জেলা থেকে গত ২০ বছরে মোট ২ লাখ ২৭ হাজার ১১৩ জন কর্মী বিদেশে গিয়েছেন। এর ফলে সার্বিক রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে।
রংপুর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস জানায়, সরকারের বহুমুখী উদ্যোগের ফলে বিগত কয়েক বছরে রংপুর বিভাগ থেকে বিদেশ যাওয়া কর্মীর সংখ্যা বেড়েছে। ২০ বছরে রংপুর বিভাগের গাইবান্দা জেলার ৫৭ হাজার ১৩৯ জন, রংপুর জেলার ৪২ হাজার ২৬৬ জন, কুড়িগ্রাম জেলার ৩৩ হাজার ৮৪৯ জন, দিনাজপুর জেলার ৩৩ হাজার ৭৩৩ জন, নীলফামারী জেলার ২১ হাজার ৩৮৯ জন, ঠাকুরগাঁও জেলার ১৯ হাজার ২৭৩ জন, লালমনিরহাট জেলার ১০ হাজার ৬৩৭ জন এবং পঞ্চগড় জেলার ৮ হাজার ৮২৭ জন কাজের জন্য বিদেশ গেছেন।