নীলফামারীর ডোমার উপজেলা পরিষদের নবনির্বাচিত প্রথম নারী চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধার সন্তান সরকার ফারহানা আখতার সুমির সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা।
শুক্রবার (১০ই মে) উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটিতে নবনির্বাচিত চেয়ারম্যানের বাসভবনে সরকার ফারহানা আখতার সুমির সাথে সৌজন্য সাক্ষাৎ করতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোঃ আল-আমিন রহমানের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধার সন্তানেরা যান। সেখানে তাকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও মিষ্টিমুখ করেন তারা।
এসময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্য আলহাজ্ব মোঃ তানবীর ইসলাম তন্ময় প্রমুখ সহ বিভিন্ন ইউনিয়ন শাখা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
সৌজন্য সাক্ষাতের সময় সরকার ফারহানা আখতার সুমি ডোমার উপজেলাকে মাদক ও সন্ত্রাসমুক্ত, স্মার্ট ও মডেল উপজেলা বিনির্মানে মুক্তিযোদ্ধা সন্তানদের সহযোগিতা কামনা করেন। এছাড়া ডোমারের কাঙ্ক্ষিত উন্নয়ন ও নাগরিক সেবা বাস্তবায়নে মতবিনিময় করা হয়।
উল্লেখ্য, গত বুধবার (৮ই মে) অনুষ্ঠিত ডোমার উপজেলা পরিষদের ৬ষ্ঠ সাধারণ নির্বাচনে ৩১ হাজার ৪২১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন টেলিফোন প্রতীকের চেয়ারম্যান প্রার্থী সরকার ফারহানা আখতার সুমি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন সদ্য সাবেক চেয়ারম্যান আনারস প্রতীকের তোফায়েল আহমেদ।