• বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বিপিএম পদক পাচ্ছেন সিএমপি কমিশনার হাসিব আজিজ পুলিশ সপ্তাহ-২০২৫ এ “বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)” পদকের জন্য মনোনীত হলেন সিএমপি কমিশনার  পরিস্থিতি মোকাবিলায় মোদিকে আহ্বান কংগ্রেস সভাপতির : কাশ্মীর হামলা  ইসরায়েলের বিরুদ্ধে আইসিজে’তে শুনানি : গাজায় ত্রাণ প্রবেশে বাধা ভারতের কাশ্মীরে আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি বন্দর বিস্ফোরণের জন্য দায়ী ‘গাফিলতি’ : ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী আফ্রিদি দোষারোপ মানতে পারছেন না  অসমাপ্ত ফাইনাল আজ : ফেডারেশন কাপের  দর্শক শূন্যতায় মলিন গ্যালারি, চট্টগ্রাম টেস্ট : ফ্রিতেও আগ্রহ নেই সাহস, দক্ষতা ও মানবিক পুলিশিংয়ের স্বীকৃতি আইজি পি ব্যাজ পেলেন- ওসি আফতাব উদ্দিন

পবিত্র কুরআনে জিলহজ্ব মাসের ফজিলত ও আমল

ইসলামিক ডেস্ক / ৫১ Time View
Update : শনিবার, ৮ জুন, ২০২৪

আল্লাহপাক পবিত্র কুরআনে ঘোষণা করেছেন-ফজরের শপথ, (জিলহজ্বের প্রথম) দশ রাতের শপথ, জোড় ও বিজোড়ের শপথ, (সুরা ফজর, আয়াত ১-৩)। আরো বলেছেন- এ নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর নাম স্মরণ কর (সুরা হজ্ব, আয়াত ২৮)। সুরা তাওবার ৩৬নং আয়াতে আল্লাহ সম্মানিত মাস চারটি উল্লেখ করেছেন। হাদিসের ভাষ্যে সে চার মাসের অন্যতম হলো জিলহজ্ব মাস। হাদিসে বর্ণিত-রাসুল (সা.) বলেছেন এ দশ দিনের নেক আমলের তুলনায় আল্লাহর কাছে প্রিয় আর কিছু নেই। সাহাবায়ে কেরাম (রা.) বললেন ইয়া রাসুলাল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ ও কি এর চেয়ে প্রিয় নয়? নবী (সা.) বললেন আল্লাহর রাস্তায় জিহাদ ও নয়, তবে কোন লোক যদি তার জীবন ও সব সম্পদ নিয়ে জিহাদে বের হয় এবং তার সম্পদ ও জীবন আল্লাহর রাস্তায় বিলীন করে দেয়, (বোখারী ৯৬৯)। নবী সা. বলছেন জিলহজ্বের দশ দিনের ইবাদতের মতো প্রিয় আল্লাহর কাছে আর কিছু নেই। এর একদিনের রোজা এক বছরের রোজার সমান এবং প্রত্যেক রাতের ইবাদত কদরের রাতের মতো, (তিরমিজি ১৫৮)।

উম্মুল মোমেনিন হাফসা রা. থেকে বর্ণিত তিনি বলেন নবী সা. চারটি আমল ছাড়তেন না। আশুরার রোজা, জিলহজ্বের প্রথম দশকের রোজা, প্রতি চন্দ্র মাসের (১৩, ১৪, ১৫ তারিখের) রোজা এবং ফজরের দু’রাকাত সুন্নাত। (আবু দাউদ ২১০৬)। নবী সা. বলছেন উত্তম দোয়া আরাফার দিবসের দোয়া, আর উত্তম হলো আমি ও আমার পূর্বের নবীগণ যা বলেছেন তা হলো- লা-ইলাহা ইল্লালাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়্যেন কাদির, (তিরমিজি ২৮৩৭)। নবী (সা.) বলছেন-সবচেয়ে মহান যে দশ দিবসের আমল আল্লাহর কাছে বেশি প্রিয়। এ দিবস সমূহে তোমরা বেশি তাকবির তাহলিল ও তাহমিদ কর। অর্থাৎ লা ইলাহা ইলল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ পড়, (মুসনাদে আহমাদ ৭/২২৪)।

নবী (সা.) বলছেন- আরাফার দিবসের রোজা পূর্বের এক বছরের এবং পরবর্তী এক বছরের গুনাহের কাফ্ফারা হবে এবং আশুরার রোজা পূর্বের এক বছরের গুনাহের কাফ্ফারা হবে। নবী (সা.) বলছেন-জিলহজ্বের চাঁদ দেখা গেলে তোমরা কোরবানির আগ পর্যন্ত শরীরের চুল নখ ইত্যাদি কেটো না, (মুসলিম- ৫০১১,৫০১৩)। নবী (সা.) বলছেন- যে আল্লাহর জন্য দু’ ঈদের রজনীতে ইবাদতে জাগ্রত থাকে যে দিন অন্তর সমূহ মৃতুবরণ করবে (কিয়ামতের ভয়াবহ অবস্থা দেখে মৃতের মত ভীত সন্ত্রস্ত হবে) সে দিন তার অন্তর জাগ্রত থাকবে, (ইবনু মাজাহ-১৭৮২)। বিভিন্ন হাদিস পর্যালোচনায় জিলহজ্ব মাসে যে সকল আমলের কথা পাওয়া যায় তা সংক্ষেপে উপস্থাপন করা হলো : ১) বেশি বেশি তাকবির তাহলিল ও তাহমিদ করা। ২) বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। ৩) চাঁদ দেখা গেলে নখ, চুল ও শরীরের পশম না কাটা, (আগেই এ গুলো কেটে পরিচ্ছন্ন হওয়া)। কোরবানি করে এরপর এ গুলো কাটা।

৪) বেশি বেশি রোজা রাখা বিশেষ করে আরাফার রোজা রাখা। ৫) ৯ তারিখ ফজর থেকে ১৩ তারিখ আসর পর্যন্ত তাকবিরে তাশরিক বলা। ৬) ঈদের রাতে বেশি নফল ইবাদত করা। ৭) যথাসম্ভব পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া, এক পথে যাওয়া অন্য পথে আসা। ঈদগাহে নামাজ আদায় করা। ৮) পরস্পর দেখা হলে তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা বলা। ৯) নিজের কোরবানি নিজে করা মেস্তাহাব। ১০) কোরবানির দিন ভোর থেকে না খেয়ে কোরবানির গোস্ত দ্বারা প্রথম আহার করা। আল্লাহ আমাদেরকে জিলহজ্বে বেশি বেশি আমল করে পরকালীন পাথেয় বৃদ্ধির তৌফিক দিন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা