রাজধানীর গুলশানে পুলিশের এলোপাতাড়ি গুলিতে পুলিশেরই এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানে ঢাকাস্থ ফিলিস্তিনি দূতাবাসের সামনে এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম মনিরুল। গুলি করেছেন কনস্টেবল কাউসার আহমেদ। জাপানি দূতাবাসের গাড়িচালক সাজ্জাদ হোসেনের তিনটি গুলি লেগেছে। আর গুলিবিদ্ধদের মধ্যে এক পথচারি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন।
এ তথ্য নিশ্চিত করেছেন গুলশান থানার ওসি মাজহারুল ইসলাম।
জানা গেছে ঘটনার কিছু ক্ষণ আগে কথা কাটাকাটি চলছিল কনস্টেবল মনির ও কনস্টেবল কাউসারের মধ্যে। সেই কথা কাটাকাটির এক পর্যায়ে নিজের সঙ্গে থাকা পিস্তল বের করে কাউসারকে গুলি করেন মনির।