কোণঠাসা হয়ে পড়েছে পাকিস্তান। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ কানাডার বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই দলটির। এমন ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক।
এই ম্যাচটি হচ্ছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠেই ভারতের বিপক্ষে ১১৯ রান তাড়া করতে পারেনি পাকিস্তান। আবার গতকাল বাংলাদেশের বিপক্ষে ১১৩ রান ডিফেন্ড করেছে দক্ষিণ আফ্রিকা।
এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে পাকিস্তান। ইফতিখার আহমেদ বাদ পড়েছেন আর বিশ্বকাপে প্রথমবারের মতো ম্যাচ খেলছেন সিয়াম আয়ুব।
কানাডা ২ ম্যাচে এক জয় পেয়েছে এবারের আসরে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারলেও কানাডাকে হারিয়ে দিয়েছে তারা। তবে যুক্তরাষ্ট্রের পর ভারতের বিপক্ষেও হারা পাকিস্তানের জন্য এই ম্যাচ ডু অর ডাই! হারলেই বাদ।