কিশোরগঞ্জ জেলার অন্তর্গত ঐতিহ্যবাহী রেল স্টেশন। যেখানে প্রতিদিন ৪টি আন্তঃনগর ট্রেনসহ অন্যান্য সকল ট্রেন আসা-যাওয়ার সময় থামে ও প্রচুর যাত্রী উঠা নামা করে। অথচ রক্ষনা বেক্ষন ও সংস্কারের অভাবে এই ঐতিহ্যবাহী স্টেশনটির কি বেহাল দশা। বৃষ্টির সময় যাত্রীদের চরম দূর্যোগে পড়তে হয়। অথচ কত গুরুত্বহীন রেল স্টেশন কত সুন্দর আধুনিকায়ন করা হচ্ছে। সরারচর রেল স্টেশনটি অতিসত্বর সংস্কার ও আধুনিকায়নের জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।