• বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান এনসিপির ওপর হামলার ঘটনায় জামাতের নিন্দা, জড়িতদের শাস্তি দাবি প্রথমবারের মত শ্রীলংকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ বৃহস্পতিবার সারাদেশে বিক্ষোভের ডাক এনসিপির গোপালগঞ্জ জেলায় বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত “আলমগীরের স্বপ্নের বাগানের আম বিশ্ববাজারের পথে” সাংবাদিক শওকত আকবর’কে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ডিবি’র এসআই কামরুলের বিরুদ্ধে এনসিপির সমাবেশ ঘিরে সংঘর্ষে নিহত ৩ : গোপালগঞ্জে 

ডেঙ্গুজ্বর নিয়ে হাসপাতালে ভর্তি আরো ২৮

Reporter Name / ৪২ Time View
Update : রবিবার, ২৩ জুন, ২০২৪

সারা দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুজ্বর নিয়ে আরো ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এ সময়ে ডেঙ্গতে কেউ মারা যায়নি। নতুন আক্রান্তদের মধ্যে  বরিশালে বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, চট্রগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) আট জন, মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনে চার জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে তিন জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুই জন রয়েছেন।শনিবার (২২ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৬ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট তিন হাজার ১৫৪ জন ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরের ২২ জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে তিন হাজার ৩৪৩ জন। এর মধ্যে দুই হাজার ২১ জন পুরুষ এবং এক হাজার ৩২২ জন নারী রয়েছেন।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়ন।
চলতি বছরের এ যাবত ডেঙ্গুতে মোট মৃত্যুবরণ করেছেন ৪১ জন। মৃতদের মধ্যে ২০ জন পুরুষ এবং জন ২১ জন নারী রয়েছেন। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট এক হাজার ৭০৫ জনের মৃত্যু হয়, পাশাপাশি ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন মোট তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা