সিরাজগঞ্জ বাজার স্টেশন এলাকা হতে ১৩ই জুলাই মধ্যরাত ০১:৩০ ঘটিকার সময় তিনজন শিশুকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। তাদের নাম ১)মো আল-আমিন (১২) পিতা মোঃ রফিকুল ইসলাম ঠিকানা নয়টোলা চেয়ারম্যানের গলি। এছাড়া আসিফ (১০) পিতা মমতাজ ও জিসান (৯) পিতা মোঃ সবুজ।
মধ্যরাতে উদ্ধার হওয়া এই তিন শিশুর স্বজনদের সন্ধান চায় সিরাজগঞ্জ সদর থানা পুলিশ। উদ্ধার হওয়া শিশুদের একজন নিজের নাম বাবার নাম ও ঠিকানা বলতে পারছে। অপর দুই শিশু মোহাম্মাদ আসিফ ও জিসান তাদের নিজের নাম ও বাবার নাম বললেও বাড়ির ঠিকানা সম্পর্কিত কোনো তথ্য দিতে পারেনি।
এই তিন শিশুকে সিরাজগঞ্জ সদর থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী হেল্প সেন্টারে রাখা হয়েছে।থানার হেল্প সেন্টার সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ জুলাই) রাত দেড়টার দিকে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকা থেকে এ তিন শিশুকে উদ্ধার করা হয়। তবে আল-আমিন নামের শিশুটি নিজের পরিচয় দিতে পারলেও বাকিদের পরিচয় জানা যায়নি।
শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।