জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের ভেওয়ামারায় তুহিন (১৮) নামের এক যুবকের রহস্যজনকভাবে মৃত্যু হয়েছে। তবে স্বজনদের অভিযোগ তুহিনকে শ্বশুর বাড়ির লোকজন হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে বাড়ান্দার সাথে ঝুলিয়ে রাখা হয়েছিল। শুক্রবার গভীর রাতে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গোলাম হোসেনের বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনা জানার পর শনিবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মৃত তুহিন সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া গ্রামের ছামিদুল ইসলামের ছেলে।
মৃত তুহিনের বাবা ছামিদুল ইসলাম জানান, গত শুক্রবার রাতে তুহিনের শ্বশুর গোলাম হোসেন মোবাইল ফোনের মাধ্যমে জানায় তুহিন স্ট্রোক করেছে এবং তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।হাসপাতালে যাওয়ার পথিমধ্যে তুহিন মারা যায়। পরে হাসপাতালে গিয়ে দেখা যায় তুহিনের গলায় ফাঁসির দাগ রয়েছে। তিনি আরো বলেন, তার ছেলেকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হচ্ছে।
এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক ইয়ামিন সরকার জানান, সুরুতহাল শেষে মরদেহ উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানা