সামাজিক নিরাপত্তাবলয় তৈরির আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। তারা বলেছেন, সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করাসহ গণমাধ্যমকর্মী, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর যে কোনো ধরনের আঘাত প্রতিরোধ করতে হবে। এ সময় যে কোনো অপপ্রচার ও অপচেষ্টার বিরুদ্ধে দেশবাসীকে সচেতন থাকতে হবে।
সোমবার রাতে একটি বেসরকারি টিভি চ্যানেলে কথা বলতে গিয়ে তারা এ আহ্বান জানান।
সংখ্যালঘুদের ওপর নির্যাতন প্রতিরোধের আহ্বান জানিয়ে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেন, ‘প্রিয় দেশবাসী, আজ ছাত্র-নাগরিক সবার গণবিস্ফোরণের কারণে আমাদের যে প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে, সেই বিজয়কে দীর্ঘায়িত করার জন্য আপনারা নিজ নিজ জায়গা থেকে সামাজিক নিরাপত্তাবলয় তৈরি করুন। আর আপনাদের পাশে যারা সংখ্যালঘু রয়েছেন, তাদের নিরাপত্তা নিশ্চিত করুন। বাংলাদেশটা আমাদের সবার। এ দেশ আমাদেরই গড়তে হবে। আপনারা নিশ্চিত করবেন, আপনাদের পাশে যে ভাইটি রয়েছে, যে বোনটি রয়েছে, সংখ্যালঘু যে ভাইবোন রয়েছে, তারা যেন কোনো নির্যাতন-নিপীড়নের শিকার না হন।’
গণমাধ্যমকর্মীদের ওপর আঘাত ও অপচেষ্টার বিরুদ্ধে সচেতন থাকার আহ্বান জানিয়ে সমন্বয়ক সারজিস আলম বলেন, ‘আমাদের সংগ্রামী দেশবাসী, আপনারা একটা জিনিস মনে রাখবেন, শত্রুরা এক দিনে নিমেষেই শেষ হয়ে যায় না। তারা যখন দেখেছে, তাদের প্রাথমিক পরাজয় হয়েছে, তখন তারা এখান থেকে চলে যাওয়ার সময় শেষ একটি বিষদাঁত বসিয়ে দিতে চাইবে। সেটা হতে পারে আমাদের আশপাশে যে সংখ্যালঘু ভাইবোনেরা রয়েছে, তাদের আঘাত করার মাধ্যমে, প্রোপাগান্ডার (অপপ্রচার) মাধ্যমে, গুজব ছড়ানোর মাধ্যমে।’
সারজিস আলম আরও বলেন, ‘এটিও হতে পারে, দেখবেন আমাদের যেসব সেনসিটিভ ইস্যু (সংবেদনশীল বিষয়) রয়েছে, আমাদের গণমাধ্যমকর্মী ভাইবোন, আমাদের অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল—এ জায়গাগুলোতে আঘাত করতে চাইবে, আগুন দিতে চাইবে। আমাদের সবার নিজেদের জায়গা থেকে সচেতন থাকতে হবে। প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এ নেতা আরও বলেন, ‘আমরা যে বিশাল অর্জনের দ্বারপ্রান্তে রয়েছি, সেই অর্জন এমন প্রোপাগান্ডা দিয়ে, উদ্দেশ্যমূলক এমন দুর্বিষহ কিছু ঘটনা দিয়ে যেন ভূলুণ্ঠিত করতে না পারে। আপনারা আজ রাজপথে থেকে যেভাবে সবকিছু প্রতিরোধ করেছেন, তেমনি এ অপচেষ্টাগুলোও প্রতিরোধ করতে হবে। তাহলে আমরা আসল উদ্দেশ্যের দিকে এগিয়ে যেতে পারব।’