• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন

আযমীর বাসায় জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

একুশে সংবাদ অনলাইন ডেক্স / ২৫ Time View
Update : রবিবার, ১১ আগস্ট, ২০২৪

সম্প্রতি ‘আয়নাঘর’ থেকে ফিরে আসা সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (বরখাস্তকৃত) আবদুল্লাহিল আমান আযমীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।শুক্রবার সন্ধ্যায় মগবাজারের বাসায় গিয়ে আযমীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন জামায়াত আমির। এ সময় তার পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেন তিনি।সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল, ঢাকা মহানগরী উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, সহকারী সেক্রেটারি দেলোয়ার হোসেন, কামাল হোসেন, ঢাকা মহানগরী উত্তরের প্রচার সেক্রেটারি আতাউর রহমান সরকার প্রমুখ।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আবদুল্লাহিল আমান আযমী দীর্ঘদিন পর পরিবারের কাছে ফিরে এসেছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে দেশের পরিস্থিতি পরিবর্তনের পর তিনি ফিরে আসেন। তিনি মানসিক ও শারীরিকভাবে খুবই বিপর্যস্ত। স্বাভাবিকভাবে কথা বলার মতো পরিস্থিতিতে নেই।
তিনি সবাইকে সালাম জানিয়েছেন। সুস্থ হয়ে উঠলে সবার সঙ্গে  কথা বলতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা