নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন আন্দোলনকারী কালের কণ্ঠকে বলেন, ‘শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাসহ বিভিন্ন দাবি নিয়ে আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম। এ সময় সেনাবাহিনীর দুটি গাড়ি থেকে সেনা সদস্যরা নেমেই আমাদের সড়ক ছাড়তে বলেন।
কয়েক দিন ধরেই গোপালগঞ্জের কোথাও না কোথাও শেখ হাসিনার পক্ষে মাঠে নেমে সমাবেশ ও বিক্ষোভ করে আসছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা