• মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি যেখানে আগুন নীল! কাওয়া আইজেনের অবিশ্বাস্য রহস্য এপ্রিলেই ৩১ লাখের বেশি শিক্ষার্থী স্কুল ফিডিংয়ের আওতায় আসছে : প্রাথমিক বিদ্যালয় মার্কিন স্টেট ডিপার্টমেন্টে নিয়মিত বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন ট্যামি ব্রুস উপত্যকায় ভয়াবহ হামলায় মৃত্যুর আগে আল-জাজিরার সাংবাদিকের আবেগঘন বার্তা : ইসরায়েলি  বিশ্বজুড়ে নতুন বার্ড ফ্লু থেকে নতুন মহামারীর সম্ভাবনা, বিজ্ঞানীদের সতর্কবার্তা মানবিক সহায়তা হ্রাসের ফলে আরো শিশু মারা যেতে পারে : জাতিসংঘ দক্ষিণ দ্বীপে ৬.৭ মাত্রার ভূমিকম্প : নিউজিল্যান্ডের  আমিই গোল করব, আর্জেন্টিনাকে হারাব ; রাফিনিয়ার হুঙ্কার ভারতকে হারাতে চান জামাল ভূঁইয়ারা : এএফসি এশিয়ান কাপ তামিম এখন কেমন আছেন 

বাসস পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হলেন ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন

Reporter Name / ৩১ Time View
Update : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

প্রথিতযশা সাংবাদিক আনোয়ার আলদীন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

দেশের প্রখ্যাত সাংবাদিক আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যয়নকালেই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগদান করেন। পরবর্তীতে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার ও সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে সর্বাধিক যোগ্যতার সঙ্গে কাজ করে আসছেন।

তিনি অনেক সাড়া জাগানো প্রতিবেদন ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বহু পুরষ্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৬ সালে ‘ভেজালের ভিড়ে আসল উধাও’ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানী ধারাবাহিক প্রতিবেদনে করে সারাদেশে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৭ পর্বের এই প্রতিবেদনের জন্য তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনেস্কো, ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পুরষ্কার অর্জন করেন।

দক্ষিণ খুলনার কপিলমুনির কৃতি সন্তান ও বিশিষ্ট সমাজসেবক আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অসহায়-দুস্থ মানুষের কল্যাণে নিরন্তর নিবেদিত এবং মসজিদ, স্বাস্থ্য কেন্দ্র, মাদ্রাসা এতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠা করেছেন। পাইকগাছা-কয়রার দল মত নির্বিশেষে আপামর সাধারণ মানুষ আনোয়ার আলদীনের শারীরিক সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর উন্নতি কামনা করেছেন।

আনোয়ার আলদীনের মতো প্রখ্যাত সাংবাদিককে বাসস’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ প্রদান করায় অন্তর্র্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী, বাংলাদেশের গর্ব ড. মুহাম্মদ ইউনূস এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলামসহ সরকারের সংশ্লিষ্ট সকলকে অফুরন্ত ধন্যবাদ জানিয়েছেন দক্ষিণ খুলনাবাসী।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, “বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর সার্বিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৭ ও ৮ ধারা মোতাবেক তিন বছর মেয়াদে পরিচালনা বোর্ড গঠন করা হলো।”

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, পরিচালনা বোর্ড ‘বাংলাদেশ সংবাদ সংস্থা আইন, ২০১৮’-এর ৬ ধারার বিধান মোতাবেক দায়িত্ব পালন করবে। এই আদেশ জারির তারিখ থেকে কার্যক্রম শুরু হবে।

পরিচালনা বোর্ডে ১২ জন পরিচালক রয়েছেন। এরা হলেন- তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রেস); অর্থ বিভাগের অন্যূন যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব পদমর্যাদার একজন প্রতিনিধি; প্রধান তথ্য কর্মকর্তা; বাসস-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক (পদাধিকার বলে); ডেইলি নিউ নেশনের সম্পাদক মোকারম হোসাইন; দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দীন; দৈনিক যুগের আলোর সম্পাদক শিরিন ভরসা; এনটিভি’র চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন; ব্রায়ান্টস্টুডিও ডিজিটাল মার্কেটিংয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও লিড ওয়েব ডেভলপার নূরে আলম মাসুদ এবং বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ প্রতিনিধি ফজলুল হক।

সূত্র : বাসস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা