চট্টগ্রাম-১২ (আনোয়ারা-সাতকানিয়া) আসনের সাবেক এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বৈরাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরী ৩য় মৃত্যুবার্ষিকী আজ।এ উপলক্ষে তাঁর গ্রামের বাড়িতে পারিবারিকভাবে খতমে কুরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরী একজন গণমানুষের জনদরদি নেতা ছিলেন।তিনি সফল জনপ্রতিনিধি হিসেবে সফলতার পরিচয়।দীর্ঘ ৩০ বছরের অধিক সময় ধরে তিনি জনপ্রতিনিধি হিসেবে জনগনের সেবা করেন। শাহাদাৎ হোসেন চৌধুরী ১৯৭৯ সালে চট্টগ্রাম-১২ (আনোয়ারা-সাতকানিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়।১৯৮৫ সালে আনোয়ারা উপজেলার ১ম চেয়ারম্যান হন।এছাড়াও, বৈরাগ ইউনিয়ন পরিষদের ৫ বারের চেয়ারম্যান ছিলেন। প্রসঙ্গত,২০২১সালে ২৯ নভেম্বর রাতে এডভোকেট শাহাদাৎ হোসেন চৌধুরী বার্ধক্যজনিত কারণে বেসরকারি একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।