নিজস্ব প্রতিনিধি:
তালা উপজেলা ভূমি অফিসের এসিল্যান্ডের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে পাটকেলঘাটা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় ৯/১২/২৪ রোজ সোমবার সকাল ১১ টা থেকে পাটকেলঘাটা ইকোপার্ক থেকে পাটকেলঘাটা পাঁচ রাস্তা মোড় ওভার ব্রিজ হয়ে বাজার বিভিন্ন স্থান পরিদক্ষন শেষে এসিল্যান্ডের সামনে বিক্ষোভ মিছিল ও কর্মসূচি পালন করে পাটকেলঘাটা এলাকার সাধারণ বাসিন্দা।
এ সময় আফরোজা আক্তার বলেন দুর্নীতিবাজ এসিল্যান্ডের বিরুদ্ধে এই ধরনের আন্দোলন চলতেই থাকবে আমাদের এই অফিস ব্রিটিশ আমল থেকে পাটকেলঘাটা ছিল এই অফিস ষড়যন্ত্র করে তালায় নিয়ে যেতে চাই তারই প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছি ।এই অফিস কোনভাবেই আমরা অন্য জায়গায় নিয়ে যেতে দিব না প্রয়োজন হলে হাজার হাজার জনগণ মাঠে নামবে। আমরা কোন দুর্নীতিবাজ লোককে প্রশ্রয় দেবো না ।আপনারা দেখেছেন বিগত দিনেও আমরা মানববন্ধন করেছি । তিনি এ সময় বক্তব্যে আরো বলেন চায়ের দোকানদার চারটা খুঁটি পুতে খাস জমিতে দোকানদারি করলে তার দোকানদার উচ্ছেদ করে দেয়, সালেহা নাম করে ইকো পার্কে চটপটি বিক্রয় করতো তার ঘরটা ভেঙে দেয়া হয়েছে।এ সময় বিক্ষোভ মিছিলে সাংবাদিক কামরুল বলেন এসিল্যান্ডের দ্রুতই অপসারণ না হলে কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দেন। এ বিশেষ সাংবাদিক শেখ শওকাত বলেন চা বিক্রেতা তরকারি বিক্রেতা উচ্ছেদ করছে বিভিন্ন বিল্ডিং পেরি ফেরি দেখিয়ে বন্দোবস্ত দিচ্ছে বিক্রয়ও করে দিচ্ছে ।
এসিল্যান্ডে কাছে জানতে চাইলে তিনি বলেন এ বিষয়ে আমার কোন বক্তব্য নাই তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেন ।