ধামরাই, ঢাকা
দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা এই প্রতিপাদ্য নিয়ে ৯ ডিসেম্বর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪ইং অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আব্দুল গণি মডেল স্কুলের মিলনায়তনে সকাল ৯ ঘটিকায় জনাব মোঃ দেলোয়ার এর সভাপতিত্বে
পবিত্র কোরআন তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ধামরাই
উপজেলার নির্বাহী অফিসার, জনাব মামনুন আহম্মেদ অনিক। এসময় তিনি বলেন দূর্নীতি সমাজের প্রতিটি রন্ধে রন্ধে পৌঁছে গিয়েছে। ভাই ভাইয়ের সাথে দূর্নীতি, জায়গা জমি নিয়ে দূর্নীতি, প্রতিটি জায়গায় দূর্নীতি। এসব দূর্নীতিবাজদের প্রতিরোধ করতে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। ছোট থেকেই আমাদের সন্তানদেরকে নৈতিকতার, সততার শিক্ষা দিতে হবে। দূর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রায় প্রতিটি স্কুলে
পরিচালিত হচ্ছে সততা স্টোর। যেখানে কোন বিক্রতা থাকবেনা, শিশুরা প্রতিটি পণ্যের সমপরিমাণ অর্থ প্রদানের মাধ্যমে পণ্য ক্রয় করতে পারবে। এভাবে প্রতিটি শিশুর মাঝে সততা বিকাশিত হবে। তিনি বলেন সরকারি প্রতিষ্ঠান গুলো এখনও দূর্নীতিমুক্ত নয়। আমরা চেষ্টা করছি প্রতিটি মানুষের নিকট দূর্নীতিমুক্ত সেবা পৌঁছে দেয়ার জন্য।
এরপর ভালুম আতাউর রহমান খান স্কুলের সামনে দূর্নীতি দমন কমিশনের ব্যানারে দূর্নীতির বিরুদ্ধে জনগনকে সচেতনতার জন্য মানববন্ধন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জনাব মোঃ জাকির হোসেন মোল্লা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ধামরাই, ঢাকা। জনাব সৈয়দ সাহানুর ইসলাম রিপন সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ধামরাই, ঢাকা। জনাব আলেয়া হোসনাইন মুক্তা সহ-সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ধামরাই, ঢাকা।। জনাব আলতাফ হোসেন সহ-সভাপতি, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ধামরাই, ঢাকা। জনাব মোঃ আলতাফ হোসেন (লাবু) সাধারণ সম্পাদক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ধামরাই, ঢাকা। জনাব আনিছুর রহমান (টুটুল) প্রতিষ্ঠাতা পরিচালক, আলহাজ্ব আব্দুল গণি মডেল স্কুল। জনাব জোৎস্না রহমান সদস্য, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, ধামরাই, ঢাক, স্কুলের ছাত্র /ছাত্রী, অভিভাবক সহ আরও অনেক ব্যাক্তিবর্গ।