• রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম
সমৃদ্ধ রাজস্ব ভাণ্ডার গঠনে কাস্টমস অগ্রণী ভূমিকা পালন করবে : প্রধান উপদেষ্টা স্বাধীনতার পর সব গুম- খুনের বিচারের দাবি জামায়াত আমিরের দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস দুর্বৃত্তরা গুজব ছড়িয়ে চট্টগ্রাম ইপিজেডকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে : সিএমপি বিএনপি’র রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ : তারেক রহমান আওয়ামী লীগ ফেরত আসলে ফ্যাসিবাদ ফেরত আসবে : উপদেষ্টা মাহফুজ আলম হাসপাতাল ছেড়ে ছেলের বাসায় উঠেছেন বেগম খালেদা জিয়া নওগাঁ মহাদেবপুরে ভুমি কর্মকর্তাদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে ভোলাচং যুব সমাজের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত। আনোয়ারায় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ

নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

বিশেষ প্রতিনিধি, / ২৫ Time View
Update : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

 

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা’ প্রতিপাদ্যে নীলফামারীতে সোমবার আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক), জেলা প্রশাসন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটি (সনাক) এর আয়োজনে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, র‌্যালি, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।

অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম, দুদক সমন্বিত জেলা রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেন, সনাক সভাপতি আকতারুল আলম ও নীলফামারী মডেল কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা বক্তব্য দেন।

মশিউর রহমান ডিগ্রী কলেজের প্রভাষক ফারহানা ইয়াসমিন ইমুর সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য দেন জেলা দুপ্রক সহ-সভাপতি মোখলেছুর রহমান চৌধুরী দুলাল ও সনাক সদস্য মিজানুর রহমান লিটু।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে সম্মিলিত ঐক্য গড়তে হবে। শুধু আইন দিয়ে দুর্নীতিরোধ করা সম্ভব নয়। পরিবার থেকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থানের চেতনার সাথে দুর্নীতি যায় না। আগামী প্রজন্মকে দুর্নীতিমুক্ত করতে এখন থেকে কাজ শুরু করতে হবে।

পরে নীলফামারী শহিদ মিনার প্রাঙ্গণে সনাক আয়োজিত দুদিনব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। এখানে দুর্নীতির বিরুদ্ধে স্বাক্ষর করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা