• শুক্রবার, ০৭ নভেম্বর ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
চৌদ্দগ্রামে একই সময়ে ৫ জনের দাফন, শোকে স্তব্ধ ২ গ্রামের মানুষ ২০২৫ সালে আফগানিস্তানে আফিম চাষ ২০ শতাংশ কমেছে : জাতিসংঘ  মিশরের সীমান্ত এলাকা বন্ধ ঘোষণা করলো : ইসরাইল লেবানন ও ইসরাইলের মধ্যে যেকোনা আলোচনা প্রত্যাখ্যান করল : হিজবুল্লাহ কাল বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড ক্রিকেট দল : টি২০ দক্ষিণ আফ্রিকা সিরিজে ভারতের টেস্ট দলে ফিরলেন পান্ত : (বিসিসিআই) শ্বাসরুদ্ধকর ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নিউজিল্যান্ড : ২০৮ রান সারাদেশের প্রাথমিকের ১০,২১৯ সহকারী শিক্ষকের শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ৭ নভেম্বরের চেতনায় জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান  : ভারপ্রাপ্ত চেয়ারম্যান তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে ৯ম দিনের শুনানি চলছে

বড় জয় ৯ গোলের উৎসবে লিভারপুলের 

খেলাধুলা ডেস্ক / ৫৩ Time View
Update : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

নিউক্যাসল ইউনাইটেড ও ফুলহ্যামের বিপক্ষে আগের দুই ম্যাচে পয়েন্ট হারিয়ে টটেনহ্যামের বিপক্ষে মাঠে নেমেছিল ইউনাইটেড। তবে এদিন জয় পেতে খুনে মেজাজেই মাঠে নামল অল রেডসরা।আর তাতে ছারখার টটেনহ্যামের দুর্গ।

রোববার (২২ ডিসেম্বর) টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে অনুষ্ঠিত গোলবন্যার প্রিমিয়ার লীগ ম্যাচটি ৬-৩ গোলে জিতেছে আর্না স্লটের দল।

এই জয়ে শীর্ষস্থান মজবুত হলো দলটির। ১৬ ম্যাচে ১২ জয় ও তিন ড্রয়ে তাদের পয়েন্ট ৩৯। আর লিগে খুব খারাপ সময় কাটানো টটেনহ্যাম পেল অষ্টম হারের স্বাদ। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে তারা।

এদিন শুরু থেকেই দারুল খেলতে থাকা লিভারপুল প্রথম গোলের দেখা পায় ম্যাচের ২৩তম মিনিটে। গোলটি করেন কলম্বিয়ান ফরোয়ার্ড দিয়াস। ম্যাচের ৩৬তম মিনিটে কাছ থেকে ব্যবধান দ্বিগুণ করেন আর্জেন্টাইন মিডফিল্ডার মাক আলিস্তের।

৪১ মিনিটে জেমস ম্যাডিসনের দূর পাল্লার গোলে ব্যবধান কমায় টটেনহাম। প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাইয়ে কাছ থেকে করা হেডের গোলে ২ গোলের ব্যবধান নিয়ে বিরতিতে যায় লিভারপুল

বিরতির পরেও অব্যাহত ছিল গোলবন্যা।৫৪ মিনিটে বেশ কাছ থেকে গোল করে বিলি লিডেলের ২২৮ ক্লাব গোলের রেকর্ডে ভাগ বসান সালাহ। সাত মিনিট পর সোবোসলাইয়ের অ্যাসিস্টে গোল করে ক্লাবের চতুর্থ সর্বোচ্চ গোলদাতার আসনে বসেন মিশরীয় ফরোয়ার্ড। ১৬ লিগ ম্যাচে ১৫ গোল করে শীর্ষ গোলদাতার আসনও পাকা করলেন তিনি। দুই গোল কম করে দ্বিতীয় স্থানে ম্যানসিটির আর্লিং হাল্যান্ড।

খেলার ১৮ মিনিট বাকি থাকতে দেহান কুলুসেভস্কি টানা পঞ্চম ম্যাচে গোলের দেখা পান। ডমিনিক সোলাঙ্কে ৮৩ মিনিটে গোল করলে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরে। যদিও ৫-২ থেকে স্পারদের ঘুরে দাঁড়ানোর আশা ছিল অনেকটাই অবাস্তব। দিয়াজ তার দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোল করলে চার গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে লিভারপুল।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা