• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
ধানমন্ডির ৩২-এর ঘটনা জনমনে ক্রোধের বহিঃপ্রকাশ : অন্তর্বর্তী সরকার বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতিস্বরূপ দেশের ১৪ নাগরিককে একুশে পদক- ২০২৫ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। হাসিনার বিদেশ ভ্রমণ ও ডক্টরেট ডিগ্রি পাওয়ার পেছনে ‘অর্থ অপচয়’ অনুসন্ধানে দুদক বাটপার সিটারদের জন্ম এই গাজীপুরের মাঠিতে হবে না ইনশাআল্লাহ”-তানভীর সিরাজ বাসন থানার মধ্যে রংবাজি ও চাঁদাবাজদের জায়গা হবে না”- তানভীর সিরাজ ফ্যাসিবাদী হাসিনার পতন ঘটলেও চূড়ান্ত বিজয় এখনও আসেনি: হাসনাত বিএসএফ-নওগাঁর সাপাহার সীমান্ত থেকে বাংলাদেশিকে ধরে নিয়ে গেল বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চতে আমরা বদ্ধ পরিকর : প্রধান বিচারপতি ইন্টারপোলের দ্রুতই রেড নোটিশ জারি হবে: আইজিপি বাগেরহাটে নিরাপদ খাদ্য বিষয়ক সেমিনার

আমি আমার জন্য ভোট চাইতে আসিনি আমি ধানের শীষ মার্কায় ভোট চাইতে এসেছি–মোবাশ্বের আলম ভুঁইয়া

অরুণ কৃষ্ণ পাল (লালমাই প্রতিনিধি) / ৩২ Time View
Update : রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা-১০ (সদর দক্ষিণ, লালমাই, নাঙ্গলকোট) আসনে এমপি প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া বলেছেন, বিএনপির ক্ষুদ্র একজন কর্মী হিসেবে ছাত্র অবস্থায় রাজনীতি শুরু করি। স্বপ্ন ছিল দলের মনোনয়ন নিয়ে এমপি প্রার্থী হবো, এমপি হবো। কিন্তু ২০০৮ সালে ফখরুদ্দিন-মঈনুদ্দিনের নীলনকশার অংশ হিসেবে কুমিল্লা-৯ আসনকে বিলুপ্ত করে কুমিল্লা-১১ আসনের সাথে নাঙ্গলকোট এবং সদর দক্ষিণকে সংযুক্ত করা হয়। সেই নির্বাচনে আমি দলীয় মনোনয়ন পেলেও সদর দক্ষিণের কাউকে চিনতাম না। তাই তখনকার সময়ে এই এলাকার এমপি মনিরুল হক চৌধুরীর নিকট আমি দলীয় সহযোগিতা চাইলে তিনি আমাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেন। সেসময় আপনারা আমাকে ভালোবেসে ২০ হাজার ভোট দিয়েছেন কিন্তু ২০ হাজার ভোটের বিপরীতে আপনারা আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৬০ হাজার ভোট দিয়ে ফেলেছেন বলে সেসময় নাঙ্গলকোট থেকে বাকি ভোটগুলো কাভার করতে পারিনি আর এমপিও হতে পারিনি। জানি না এটা কার পাপের ফসল। আমি যখন এই অঞ্চলে আসি তখন এখানে দুটি ধারার রাজনীতি চলমান ছিল। কিছু লোক বেগম রাবেয়া চৌধুরীর ভোটার আর কিছু লোক মনিরুল হক চৌধুরীর ভোটার ছিল। চৌধুরী সাহেব বিজ্ঞ মানুষ, জ্ঞানের ভান্ডার, ওনার রাজনৈতিক বয়স আমার থেকেও বেশি কিন্তু বিএনপি করার বয়স আমার থেকেও কম। বিএনপির কর্মীর চেনার অভিজ্ঞতাও আমার বেশি। আমি আজকে আমার জন্য ভোট চাইতে আসিনি আমি ধানের শীষ মার্কায় ভোট চাইতে এসেছি।

শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লা লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়ন যুবদলের কর্মী সভায় এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরো বলেন, আগে বাংলা সিনেমায় ভিলেন যখন নায়িকাদের আক্রমণ করতো তখন নায়িকা বলতো শয়তান তুই আমার দেহ পাবি মন পাবি না। জানিনা কার দেহ পেয়েছি আর কার মন পেয়েছি আমি। এখানে দুই তরিকার লোক। এক তরিকা আমাকে নিয়ে মাঠে আছে, আরেক তরিকা শহরে চলে গেছে। তার মানে আমি তখনো বহুজাতিক বাহিনী দ্বারা নির্যাতিত। আপনারা আমাকে শান্তিতে নির্বাচনটাও করতে দেন নাই। এজন্য মন দিয়ে রাজনীতিও করতে পারিনি, জেলও খাটতে পারিনা। লালমাই উপজেলার ৯ ইউনিয়নকে শাসন করে ৬ ইউনিয়নের সদর দক্ষিণ উপজেলা। তারা আবার লালমাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাক ডেইটে বিএনপির কমিটিও দেয়। আপনারা কিছু লোক এটাতে মজাও পান কিন্তু আমার কাছে মজা লাগে না। আমি মজা পাইনা। আমি আপনাদের লালমাই উপজেলা যুবদলের একটি বৈধ কমিটি দিয়েছি। এই কমিটিতে যাদেরকে নেতা বানিয়েছি তারা কেউ আমার লোক নয়। কমিটিতে স্থান পাওয়া সবাই বিএনপি পরিবারের লোক, জিয়াউর রহমানের লোক, খালেদা জিয়ার লোক, তারেক জিয়ার লোক। অতীতের সকল আন্দোলন সংগ্রামে যারা সক্রিয় অংশগ্রহণ করেছিল, দলের জন্য যাদের শ্রম, ঘাম, ত্যাগ আছে ভবিষ্যতে তাদেরকেই নেতা বানানো হবে।

লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন মজুমদারের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক জাবের আহমেদ জাবেদ। উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ বিল্লাহ এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি নেতা মাওলানা জাকির হোসেন, বিএনপি নেতা এডভোকেট বেলাল হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম লোকমান, বিএনপি নেতা আলী আশ্রাফ, জেলা স্বেচ্ছাসেবকদলের শিক্ষা সম্পাদক মাস্টার শাহ আলম খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মুন্সী সোহেল রানা, যুগ্ম আহবায়ক রুবেল, যুবদল নেতা ইকবাল হোসেন আরিফ, উপজেলা ছাত্রদল নেতা আসিফ আহমেদ টিপু, ছাত্রদল নেতা আরিফুল ইসলাম মজুমদার, যুবদল নেতা যুবদল নেতা মো. সুমন, শরীফুল ইসলাম, ইমান হোসেন, কবির হোসেন, দ্বীন ইসলাম সহ অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা