রাইড শেয়ারিং গাড়িতে উঠে চরম বিপদে পড়েন চিত্রনায়িকা নিঝুম রুবিনা। এমনকি গাড়ি থেকে লাফ দিয়ে প্রাণে রক্ষা পান তিনি। মঙ্গলবার দুপুরে ঘটে যাওয়া ঘটনাটি নিয়ে সোশ্যাল মিডিয়ার এক ভিডিও বার্তায়ও সেই ভয়াবহ ঘটনার কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন তিনি। এ ঘটনায় বুধবার হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন তিনি। এদিন সন্ধ্যায় এফডিসিতে সংবাদ সম্মেলন করে এই লোমহর্ষক ঘটনা সবার সামনে তুলে ধরেন নায়িকা। ভয়াবহ ঘটনার বর্ণনা দিয়ে রুবিনা বলেন, আমার স্বামী গ্রামের বাড়ি গেছে, যে কারণে নিজের গাড়ি রেখেই বের হতে হয়। কারণ, আমি ড্রাইভিং পারি না। যে কারণে রাইড শেয়ারিং কল করি বনশ্রী থেকে ধানমণ্ডি যাবো। চালক হাতিরঝিলে উঠে সরাসরি ধানমণ্ডির রোডে না ঢুকে গুলশানের দিকে প্রবেশ করে। জানতে চাইলে বলে, আপনার লোকেশনেই যাচ্ছি, চুপ থাকেন। মঙ্গলবার রাস্তা ফাঁকা, তারপরও সে গুলশান রোডে ঢুকেছে। তখন তার গাড়ির স্পিড ৮০ থেকে ১০০। বিষয়টি আমার কাছে সন্দেহ লাগে। তাকে বলি, আমাকে এখানেই নামিয়ে দেন। তখন সে আমাকে বললো, চুপ থাক। কোনো কথা বলবি না। তারপর আমি গাড়ির গ্লাস খুলে বাঁচাও বাঁচাও করে চিৎকার শুরু করি। কারও সাড়া পাইনি। একটা পর্যায়ে গাড়ির গতি একটু কম মনে হলে লাফ দিয়ে গাড়ি থেকে নেমে যাই। এ ঘটনায় জড়িত ব্যক্তির বিচার দাবি করেন রুবিনা।