চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় “বাংলাদেশ FC জাতীয়তাবাদী তাঁতীদল” এর কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের বদুলপুরা গ্রামে তাঁতীদল আনোয়ারা উপজেলা শাখার উদ্যোগে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও আনোয়ারা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু মোহাম্মদ নিপার, বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা তাঁতীদলের সদস্য সচিব ও আনোয়ারা উপজেলা শাখার সভাপতি মোঃ হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সদস্য এম এ রহিম শাহ্, কাজী কুতুব উদ্দিন উপজেলা তাঁতীদলের সহ-সভাপতি মোঃ আইয়ুব আলী, উপজেলা তাঁতীদলের সাধারণ সম্পাদক মোঃ সিরাজ, বৈরাগ ইউনিয়ন তাঁতীদলের সভাপতি মোঃ নুরুউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।