• শুক্রবার, ১৩ জুন ২০২৫, ০১:১২ অপরাহ্ন
শিরোনাম
বিএনপি ও গণঅধিকার পরিষদের সংঘর্ষ : রাত দেড়টা পর্যন্ত অবরুদ্ধ নুর দুইবার হজের ফ্লাইট মিস করা সেই আমের গাদ্দাফির মৃত্যু খবর ভাইরাল ভারতে বিমান বিধ্বস্তের ঘটনায় তারেক রহমানের শোক অধ্যাপক ইউনূসের কিংস তৃতীয় চার্লস হারমনি অ্যাওয়ার্ড গ্রহণ ভারতে বিমান দুর্ঘটনায় প্রধান উপদেষ্টার শোক প্রকাশ, সব ধরনের সহায়তা প্রদানে প্রস্তুত রয়েছে বাংলাদেশ ঢোলারহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নেই স্কুল, দূরে যেতে অনীহা কোমলমতি শিশুদের লক্ষ্মীপুরে ইমাম মিলন হত্যায় অভিযুক্তদের শাস্তির দাবিতে জাতীয় ইমাম সমিতির সংবাদ সম্মেলন ডিমলা থানায় ধর্ষণের চেষ্টা মামলার অভিযোগ না নেওয়ায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন  সাতকানিয়ায় বালু ব্যবসায়ীকে অপহরণের পর যৌথ বাহিনীর অভিযানে উদ্ধার কোরবানির পর হজমশক্তি বাড়াতে যেসব খাবার খাবেন

বিজিএমইএ : নির্বাচনে ফোরাম প্যানেলের নিরঙ্কুশ জয়

অনলাইন ডেস্ক / ১২ Time View
Update : রবিবার, ১ জুন, ২০২৫

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফেক্সারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিজিএমইএ) নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।
এতে ফোরাম প্যানেল নিরঙ্কুশ জয় পেয়েছে।
শনিবার সারাদিন ভোট গ্রহণ শেষে রাত ১১টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল। এ সময় নির্বাচন পরিচালনা বোর্ডের অপর দুই সদস্য সৈয়দ আফজাল হোসেন ও আশরাফ আহমেদ এবং প্রতিদ্বন্দ্বী বিজিএমইএ প্যানেল নেতারা উপস্থিত ছিলেন।
ঢাকা ও চট্টগ্রাম দুই অঞ্চল মিলিয়ে এবার মোট ৩৫ পরিচালক পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হয়। এর মধ্যে ঢাকা অঞ্চলে ২৬ পরিচালক এবং চট্টগ্রাম অঞ্চলে ৯ পরিচালকের নির্বাচন অনুষ্ঠিত হয়। এই দুই অঞ্চল মিলে ৩১টি পদে জয়ী হয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা জয় পেয়েছে ফোরাম প্যানেল। সম্মিলিত পরিষদ পেয়েছে ৪টি পদ। ঐক্য পরিষদ কোন জয় পাননি। এবারের নির্বাচনে তিন প্যানেলের ৭৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণ হয় ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ও চট্টগ্রামের র্যাডিসন ব্লু বে ভিউ হোটেলে। ভোটার ছিলেন ১ হাজার ৮৬৪ জন। ভোট প্রদানের হার ৮৭.৫ শতাংশ।
ঢাকা অঞ্চলের ২৬টি পদের মধ্যে ২৫টি পদে জয় পান ফোরামের প্রার্থীরা। শুধু একটি পদে জয়ী হয়েছেন সম্মিলিত পরিষদের প্রার্থী ফারুক হাসান।
ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন: মাহমুদ হাসান খান, শাহ রাঈদ চৌধুরী, মিজানুর রহমান, এম এ রহিম, ফয়সাল সামাদ, মোহাম্মদ আবদুস সালাম, কাজী মিজানুর রহমান, মো. শিহাব উদ্দোজা চৌধুরী, ইনামুল হক খান, মো. হাসিব উদ্দিন, মোহাম্মদ সোহেল, শেখ এইচ এম মোস্তাফিজ, ভিদিয়া অমৃত খান, জোয়াদ্দার মো. হোসনে কামার আলম, এ বি এম শামছুদ্দিন, নাফিস-উদ-দৌলা, সুমাইয়া ইসলাম, আনোয়ার হোসেন চৌধুরী, মজুমদার আরিফুর রহমান, ফাহিমা আক্তার, আসেফ কামাল পাশা, রশীদ আহমেদ হোসাইনী, রুমানা রশীদ, সামিহা আজিম ও রেজওয়ান সেলিম।
চট্টগ্রাম অঞ্চলের ৯টি পদের মধ্যে ৬টি জিতেছে ফোরাম এবং ৩টিতে জয়ী হয়েছে সম্মিলিত পরিষদ।
ফোরামের বিজয়ী প্রার্থীরা হলেন: সেলিম রহমান, এম মহিউদ্দিন চৌধুরী, সাকিফ আহমেদ সালাম, মো. শরীফ উল্লাহ, মোহাম্মদ রফিক চৌধুরী ও এনামুল আজিজ চৌধুরী।
সম্মিলিত পরিষদের বিজয়ী তিন প্রার্থী হলেন: সৈয়দ মোহাম্মদ তানভীর, এস এম তৈয়ব ও রাকিবুল আলম চৌধুরী।
নির্বাচনে ঢাকা অঞ্চলে সর্বোচ্চ ১ হাজার ১৪৯ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন ফোরামের দলনেতা এবং রাইজিং ফ্যাশনসের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদ হাসান খান। চট্টগ্রামে সর্বোচ্চ ভোট পেয়েছেন সেলিম রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা