গাইবান্ধা (সাঘাটা, ফুলছড়ি):
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধার সাঘাটা ও ফুলছড়ি উপজেলার বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ৪২০০ প্রান্তিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন। ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর সহায়তায় বাস্তবায়িত এই উদ্যোগটি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার পাশাপাশি পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে একটি মানবিক প্রয়াস হিসেবে কাজ করছে।
এই কর্মসূচির আওতায় প্রতিটি পরিবারকে ২ কেজি করে গরুর মাংস সরবরাহ করা হয়েছে। উপকারভোগী পরিবারগুলো ফুলছড়ি উপজেলার গজারিয়া, ফুলছড়ি, উড়িয়া ও উদাখালী ইউনিয়ন এবং সাঘাটা উপজেলার ভরতখালী, সাঘাটা, মুক্তিনগর, জুমারবাড়ী ও কামালেরপাড়া ইউনিয়নের অন্তর্ভুক্ত।
কোরবানির মাংস বিতরণ উপলক্ষে ৮ জুন ২০২৫ তারিখে সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ভরতখালীতে অবস্থিত এসকেএস নূতনকুঁড়ি বিদ্যাপীঠ প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসকেএস ফাউন্ডেশনের ডেভেলপমেন্ট প্রোগ্রামস-এর উপ-পরিচালক খন্দকার জাহিদ সরোয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক রিলিফ বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার শামছুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন টেকনিক্যাল কো-অর্ডিনেটর জাকির হোসেন, এপিও আহসান হাবিব, এসকেএস ফাউন্ডেশনের হেড অব এসকেএস এন্টারপ্রাইজ আবু সাঈদ সুমন এবং এসকেএস রিসোর্স সেন্টারের ম্যানেজার মিজানুর রহমান আকন্দ।
বক্তারা বলেন, “ঈদের সময় প্রান্তিক জনগোষ্ঠী যাতে উৎসবের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সেই লক্ষ্যেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এটি শুধু একটি সহায়তা নয়, বরং দীর্ঘদিন ধরে প্রান্তিক মানুষের পাশে দাঁড়ানোর ধারাবাহিক প্রচেষ্টা।”
উপকারভোগীরা মাংস পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট সংগঠন দুটির প্রতি কৃতজ্ঞতা জানান।