কিশোরগঞ্জ জেলা বাজিতপুর উপজেলা ব্রিজ, রাস্তাঘাট, রাস্তাঘাট, নদী-নালা সব কিছুর অবস্থা খারাপ। ব্রীজে একটা বাইক উঠলেও থরথর করে কেঁপে উঠে! যেকোন সময় বড় দূর্ঘটনা ঘটতে পারে। বাজিতপুর বাজার যাওয়ার রাস্তা যে কোন সময় বন্ধ হতে পারে এবং গুরুতপূর্ণ রাস্তা। এগুলো পর্যবেক্ষণের সঠিক লোক নাই। সঠিক পরিচালনা না করলে যে কোন সময় হয়ে যেতে পারে “বিরাট দূরঘটনা ঘটতে পারে তখন কেউ কিছু করা থাকবে না ” ব্রীজটি তেনা দিয়ে বেধে রেখেছেন। যে কোনো সময় তেনা ছুইটা গেলে ব্রীজ ভাংঙ্গে যেতে পারে । কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি দ্রুত মেরামত করা হোক । জনসাধান চলাচল করা বন্ধ করে দিতে হবে এবং দ্রুত মেরামত করা হউক । ’
কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি… ধন্যবাদ । সবাই আওয়াজ তুলুন…
এই নিউজটি শেয়ার করে দিন।