নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতে এক বছর আটকে থাকা দুই বাংলাদেশি কিশোর দেশে ফিরেছে। শুক্রবার (২ আগস্ট) দুপুর আড়াইটায় ভারতের হিলি ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হিলি সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ফেরত আসা কিশোররা হলো গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার চড়পাড়া গ্রামের মৃত কাইয়ুমের ছেলে সিয়াম ওরফে শুভ (১২) এবং দিনাজপুর সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রামের মৃত আবেদ আলীর ছেলে মোস্তফা কামাল (১১)।
হিলি ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ পরিদর্শক মো. মোত্তালেব হোসেন জানান, প্রায় এক বছর এক মাস আগে ওই দুই কিশোর বন্ধুদের সঙ্গে পঞ্চগড় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। ভারতীয় পুলিশ তাদের আটক করে এবং বৈধ কাগজপত্র না থাকায় আদালতে সোপর্দ করে। আদালত তাদের বয়স বিবেচনায় ভারতের একটি অবজারভেশন হোমে (সেভ হোম) পাঠানোর নির্দেশ দেয়।
দীর্ঘ এক বছরের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া শেষে শুক্রবার ভারতীয় কর্তৃপক্ষ দুই কিশোরকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশ হিলি স্থলবন্দর পুলিশ জানায়, কিশোরদের স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনা দক্ষিণ এশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে শিশু অভিবাসন ও মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে ভাবনার সৃষ্টি করেছে। মানবাধিকারকর্মীরা বলছেন, “শিশুদের দীর্ঘ সময় আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দুই দেশের মধ্যে আরও দ্রুত ও মানবিক সমাধান প্রয়োজন এমন পরিস্থিতিতে।”
উল্লেখ্য, সীমান্তবর্তী অঞ্চলগুলোতে কিশোরদের অনুপ্রবেশ ও বিপথে যাওয়ার ঘটনা নতুন নয়। তবে এসব ঘটনার দ্রুত সমাধানে দুই দেশের যৌথ উদ্যোগ এখন সময়ের দাবি।