সরকার কিছু লোকসান দিয়ে হলেও সাধারণ মানুষের চলাচলের জন্য লোকাল ট্রেন চালু করা অতি সত্তর জরুরি দরকার সাধারণ জনগণের কথা সকলেই বলে আসলে এরা দাবির প্রতি কেউ কোন পদক্ষেপ নেয় স্টেশনগুলো যাচ্ছি অনেক তাদের চিন্তাধারাও করা উচিত এরা কিভাবে চলাচল করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিনীত অনুরোধ করছি স্টেশনগুলোর জন্য লোকাল ট্রেনের ব্যবস্থা করা স্টেশন আবারো প্রাণচঞ্চল হয়ে উঠবে। এই স্টেশনগুলো’র প্রাণ ফেরাতে লোকাল ও কমিউটার ট্রেনের বিকল্প নেই।
ভৈরব কুলিয়ারচর ছয়স্বতী কালিকাপ্রসাদ বাজিতপুর উপজেলার হালিমপুর, মানিকালী, গচিহাটা, যশোদল, কিশোরগঞ্জ নীলগঞ্জ ১৮ বাড়ি, মুসল্লী, নান্দাইল এর আগের স্টেশনগুলি,, ময়মনসিংহে সকালে একটা ভোরের ট্রেন ছিল আরেকটা দুপুর ১:০০ টার দিকে পারতো লোকাল ট্রেন কিন্তু এখন এই ট্রেনগুলো নাই আর একটা ছিল বারোটার দিকে বারোটা ট্রেন সকালে ভোরে ট্রেনটা যেমন কিশোরগঞ্জ কোর্ট কাছারি কাজ চলতো কিশোরগঞ্জ যারা গুরুদয়াল কলেজে পড়ছে তারা এই ট্রেন সুবিধা ছিল।