৮ ই আগস্ট ২০২৪ সালে পিরিজপুর ছাত্র সমাজ সেই কাজ হাতে তুলে নেয়।সেই কাজে পিরিজপুরের ছাত্র সমাজ, ব্যাবসায়ী, প্রবাসী, চাকুরিজীবী ও অন্যান্য সকল পেশার লোক সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় আজকে এই যাত্রী ছাউনি নতুন রূপ ফিরে পেয়েছে। এই যাত্রী ছাউনি নির্মানের ক্রেডিট সম্পূর্ণ আপনাদের সকলের।তবে শেষ পর্যন্ত অল্প কিছু টাকর জন্য আমরা এই কাজটা শেষ করতে পারি নাই। এখন এই যাত্রী ছাউনির ভিতরে সাইকেল/মটর সাইকেল রাখা হয় এটা দেখতে অনেক খারাপ দেখা যায়। আবার কেউ,কেউ এটার ভিতর পোস্টার লাগায় এগুলা করে যাত্রী ছাউনির সৌন্দর্য নস্ট করা হচ্ছে।আর অল্প কিছু কাজ বাকি আছে বাজারের বনিক সমিতির সভাপতির কাছে একটা অনুরোধ থাকবে অল্প যেই কাজটা বাকি আছে এটা যেনো কম্লিট করে দেন যেনো অন্তত বাইক পার্কিং না করতে পারে। খুবই ভালো একটা উদ্যোগ। যারা কাজ করেছে, সহযোগিতা করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোটবেলায় দেখতাম বাসের জন্য এর ভেতরে বসে যাত্রীরা অপেক্ষা করছে। আমি নিজেও পরিবারের বড়দের সাথে অনেকবার বসে অপেক্ষা করেছি। ভালো পরিবেশ ছিলো।