• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন
শিরোনাম
আনন্দঘন বর্ণাঢ্য আয়োজনে দৈনিক স্বদেশ বিচিত্রার অষ্টম বর্ষপূর্তি ও নবম বর্ষে পদার্পণ উদযাপন ডিমলায় কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের আয়োজনে  মেধাবৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত ১০ মাসে ঢাকায় ঝটিকা মিছিল থেকে প্রায় ৩ হাজার আওয়ামী লীগ নেতা-কর্মী গ্রেপ্তার শেখ হাসিনাসহ ২৬১ পলাতক আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি সমবায়ভিত্তিক অর্থনৈতিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়া সম্ভব : প্রধান উপদেষ্টা ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে : নির্বাচন কমিশনার নোয়াখালীতে জাল টাকা দিয়ে কেনাকাটা করে কৃষকদল নেতা গ্রেপ্তার ব্লাড ক্যান্সারে মারা গেছেন হাইমচর থানার ওসি মহিউদ্দিন জাতীয় নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই : মির্জা ফখরুল বিদেশ থেকে কেনা মোবাইল নিবন্ধনে গুরুত্বারোপ ফয়েজ আহমেদ তৈয়্যবের

রাণীশংকৈলে আওয়ামী লীগপন্থী সন্ত্রাসীদের তাণ্ডব, সাধারণ মানুষ জিম্মি

সিনিয়র রিপোর্টার : / ১৭৪ Time View
Update : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগের দোসর পরিচয়ে পরিচালিত এক সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। এই চক্র দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাস সৃষ্টি করে সাধারণ মানুষের উপর চালিয়ে আসছে চাঁদাবাজি, হুমকি ও হয়রানি।

ভুক্তভোগী সাংবাদিক মোঃ মাসুদ রানা ও তাঁর পরিবারের অভিযোগ, চক্রটির নেতৃত্বে রয়েছে আশরাফুল (যাকে আওয়ামী লীগের দোষর স্থানীয়ভাবে ‘আশরাফুল’ নামে চিহ্নিত করা হয়) এবং মাসুদ ওরফে নিশান নামের ব্যক্তি। তারা আওয়ামী লীগের নাম ভাঙিয়ে এলাকায় সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছে। শুধু মাসুদ রানা নন, একইভাবে আব্দুল হালিম (৪৫) নামের আরেক ব্যক্তি এই চক্রের হুমকি ও চাঁদাবাজির শিকার হয়েছেন। হালিমকে হুমকি দিয়ে বলা হয়েছে, চাঁদা না দিলে তাকে “মেরে ফেলা হবে।”
এই ঘটনার প্রেক্ষিতে রাণীশংকৈল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর ৪/১১৭, তারিখ: ৬ জুলাই ২০২৫। এছাড়াও একই ঘটনায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, আমলী, রাণীশংকৈল-ঠাকুরগাঁওয়ে একটি সিআর মামলা চলমান রয়েছে। মামলার নম্বর: ২৫৭/২৫। মামলাটি বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিআইবি) কর্তৃক তদন্তাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, মামলা দায়েরের পরও অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করছে। এতে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

পরিবারটির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের নিকট জোর দাবি জানানো হয়েছে—এই মামলার সকল আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং ভুক্তভোগীদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

এলাকাবাসীরও একই দাবি—রাজনৈতিক পরিচয়ের আড়ালে কেউ যেন অপরাধ করে পার না পায় এবং প্রশাসন যেন নিরপেক্ষভাবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা