কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার দেশের অন্যতম তালের পাইকারি হাট হিসেবে পরিচিত। মৌসুম এলেই এখানকার বাজারে ভিড় জমে ওঠে ব্যবসায়ী, পাইকার ও খুচরা বিক্রেতাদের। ভোর থেকে রাত পর্যন্ত চলে তাল কেনাবেচা।
পিরিজপুর বাজার থেকে প্রতিদিন হাজার হাজার তাল ট্রাক ও ভ্যানে করে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এ বাজারকে কেন্দ্র করে মৌসুমে আশপাশের শত শত পরিবার জীবিকা নির্বাহ করে। শুধু তাল বিক্রেতা নয়, তাল দিয়ে তৈরি বিভিন্ন খাবার, খেজুর ও আঁটি-ভিত্তিক সামগ্রীও পাওয়া যায় এখানে।
স্থানীয়রা বলছেন, তাল মৌসুম এলে পিরিজপুর বাজার হয়ে ওঠে একেবারে উৎসবমুখর। পাইকাররা এখানে তাল কিনে নিয়ে যায় বড় শহরে, যেখানে তাল দিয়ে তৈরি হয় বিভিন্ন মিষ্টি, পিঠা ও পানীয়।