• শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
১৫ ফেব্রুয়ারির মধ্যেই হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন: শফিকুল আলম কানাডা প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করেছে ইসি ফারহান ফাইয়াজের মতো শহীদদের স্মরণে নতুন করে দেশ গড়ব : শারমীন এস মুরশিদ চিরনিদ্রায় শায়িত হলেন জাবি শিক্ষক সৌমিতা ফিলিস্তিনে ইসরাইলি বসতি স্থাপন পরিকল্পনার নিন্দা জানালেন তারেক রহমান চৌদ্দগ্রাম উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা নেতাকর্মীদের মাঝে আনন্দের জোয়ার বইছে নীলফামারীর ডোমারে ভিজিডি কার্ড ও চাল বিতরণ মা-মেয়ে হত্যা, অনুসন্ধানে বেরিয়ে এলো কবিরাজের ‘ভয়ংকর’ তথ্য চৌদ্দগ্রামে কমিটি বাতিলের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ চৌদ্দগ্রাম লালমাইয়ে সুশাসন প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

মিঠাপুকুর সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলামের অকাল মৃত্যুতে শোকের ছায়া

মিঠাপুকুর প্রতিনিধি / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

রংপুর মিঠাপুকুরের জাইগীরহাট নামক এলাকার এস এ ফীডমিলের কাছাকাছি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক যুবক নিহত হয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি মিঠাপুকুর উপজেলার ৪নং ভাংনী ইউনিয়নের বেতগাড়া গ্রামের, মরহুম আব্দুর রউফের একমাত্র পুত্র

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২০ আগস্ট ২০২৫) রাত আনুমানিক ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাত ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শফিকুল ইসলামের বাবা অনেক আগেই ইন্তেকাল করেছেন। কয়েক বছর আগে তার মাকেও হারিয়েছেন। ফলে তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও দুই সন্তান একেবারেই নিঃসঙ্গ হয়ে পড়েছেন।

শৈশব থেকেই অত্যন্ত বিনয়ী, পরোপকারী ও হাসিখুশি স্বভাবের জন্য বন্ধু ও আত্মীয়-স্বজনের মধ্যে জনপ্রিয় ছিলেন শফিকুল ইসলাম। স্থানীয় সমাজ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন।

মরহুমের জানাজা নামাজ আজ দুপুর ২:৩০ মিনিটে বেতগাড়া হাফেজিয়া মাদ্রাসায় অনুষ্ঠিত হয়। জানাজার পর পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়। জানাজার সময় ৪নং ভাংনী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তার অকাল মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনসহ স্থানীয় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা