
কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহের আখড়া বাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে আখড়ার মূল ফটকে পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়।
সম্প্রতি রাজবাড়ীতে নিজেকে ইমাম মাহদী দাবি করা নুরুল হক ওরফে ‘নুরাল পাগলা’র মাজারে হামলা, কবর থেকে লাশ উত্তোলন ও দাহ করার ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় লালন আখড়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাড়ানো হয়েছে নিরাপত্তা।
কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, সাম্প্রতিক সহিংসতা এবং পবিত্র ঈদে মিলাদুন্নবীকে ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে জেলা জুড়ে পুলিশি তৎপরতা বাড়ানো হয়েছে। বিশেষ নজর রাখা হচ্ছে লালন শাহের আখড়া বাড়ির নিরাপত্তার ওপর। এ লক্ষ্যে সেখানে ২০ সদস্যের একটি অতিরিক্ত পুলিশ দল মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রয়োজনে এ বাহিনী প্রত্যাহার করা হবে।
উল্লেখ্য, প্রতি বছর লালন অনুসারীদের দুটি ধর্মীয় উৎসব উপলক্ষে মাজার এলাকায় বাড়তি নিরাপত্তা দেখা গেলেও সাধারণ সময়ে এমন নজির এই প্রথম।