
নীলফামারীর ডোমার উপজেলার হরিণচড়া ইউনিয়নে অসহায় ও দুস্থ নারীদের মাঝে ভিজিডি কার্ড বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় সমাজের গরিব, স্বামী-পরিত্যক্তা ও অসহায় নারীদের জীবনমান উন্নয়নে এ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ২৪৭ জন সুবিধাভোগী নারীর হাতে ভিজিডি কার্ড তুলে দেওয়া হয়। একইসাথে কার্ডধারীদের মাঝে চাল বিতরণ করা হয়। প্রতিটি কার্ডের মাধ্যমে আগামী দুই বছর প্রতি মাসে ৩০ কেজি করে বিনামূল্যে চাল পাওয়া যাবে।
কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হরিণচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাসেল রানা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নুরুন্নাহার শাহজাদী এবং ডোমার প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর আলী। এ সময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মো. রাসেল রানা বলেন, “সরকারের এই উদ্যোগ অসহায় নারীদের দুঃসময় কাটিয়ে উঠতে সহায়তা করবে। আমরা চাই, এই সুযোগের মাধ্যমে তারা স্বাবলম্বী হয়ে উঠুক।”
স্থানীয়রা জানান, এ ধরনের কার্যক্রম দরিদ্র জনগোষ্ঠীর জীবনে স্বস্তি এনে দেয় এবং সমাজে দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।