কুমিল্লার লালমাইয়ে সুশাসন প্রতিষ্ঠায় করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুশাসনের জন্য নাগরিক (সুজন) লালমাই উপজেলার আয়োজনে উপজেলার বাগমারা গ্লোবাল টাওয়ারস্থ বাংলা কাচ্চি হোটেল এন্ড রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
লালমাই প্রেস ক্লাবের সভাপতি ড. শাহজাহান মজুমদারের সভাপতিত্বে সভায় সুজনের কার্যক্রম ও বিস্তৃতি নিয়ে বক্তব্য রাখেন সুজন এর কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক আলী আহসান টিটু, সুজন এর কুমিল্লা মহানগর কমিটির সদস্য হুমায়ুন কবির, সুজন কুমিল্লার আঞ্চলিক সমন্বয়কারী সৈয়দ মুহাম্মদ নাছির উদ্দিন, মানবাধিকার কমিশন লালমাই উপজেলার সভাপতি মিজানুর রহমান, কনকশ্রী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শরীফ মজুমদার, সাংবাদিক জুয়েল রানা মজুমদার, সাংবাদিক মাসুদ রানা।
সাংবাদিক রিয়াজ মোর্শেদ এর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দৈনিক একুশে পত্রিকার সাংবাদিক জসিম উদ্দিন, ক্রীড়া সংগঠক জাবের হোসেন জাবেদ, বাংলাদেশ সাংবাদিক সমিতি লালমাই উপজেলার সাধারণ সম্পাদক রুহুল আমিন, দৈনিক কুমিল্লার জমিন লালমাই প্রতিনিধি গাজী মামুন, সমাজসেবক শাহাদাত হাকিম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, শান্তি-শৃঙ্খলা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের আইনি অধিকার সংরক্ষণ করতে কাজ করে যাচ্ছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। প্রতিষ্ঠালগ্ন থেকেই সুজন নির্বাচন বিষয়ে কাজ করছে। একই সাথে দেশ সংস্কার বিষয়েও কাজ করে। সরকার সুষ্ঠুভাবে তখনই দেশ পরিচালনা করতে পারে যখন সেই সরকার নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক ভূমিকা রাখে৷ একটি ভালো সরকার গঠন ও একটি গণতান্ত্রিক দেশ গঠনে সুজনের ভূমিকা অপরিসীম।