• রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
লালমাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত  ড. শাহজাহান মজুমদার জনগণকে বিভ্রান্তি এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা দিলেন নিহত সাংবাদিক তরিকুল শিবলীর পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির পরিবারকে ২ লাখ টাকা দিল ছাত্রশিবির জাকসু নির্বাচন কমিশনের আরেক সদস্যের পদত্যাগ জাকসুর ভোট গণনা শেষ নেপালের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে অভিনন্দন অধ্যাপক ইউনূসের নেপালের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন কার্কি সঠিক রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে দেশকে সোনার খনিতে রূপান্তর সম্ভব: বাণিজ্য উপদেষ্টা তামিম ইলেকট্রনিক্স এন্ড ফার্ণীচার -৩ এর মালিকের বিরুদ্ধে গ্রাহক ঠকানোর অভিযোগ, সাবেক সচিব কাজী মিরাজ হোসেনের মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

 ড. শাহজাহান মজুমদার জনগণকে বিভ্রান্তি এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যমে সতর্কবার্তা দিলেন

স্টাফ রিপোর্টার / ২৫ Time View
Update : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
ড. শাহজাহান মজুমদার

চাঁদাবাজি ও মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সমাজের সুস্থ পরিবেশ রক্ষার আহ্বান ।

ড. শাহজাহান মজুমদার, সম্পাদক, দৈনিক একুশে সংবাদ এবং চেয়ারম্যান, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি সতর্কবার্তা প্রদান করেছেন। তিনি জানিয়েছেন, সম্প্রতি কিছু চাঁদাবাজ চক্র তাকে ফোনের মাধ্যমে চাঁদা দাবি করেছে। চাঁদা না দেওয়ার কারণে, ওই চক্র একটি রাজনৈতিক দলের পদবির অপব্যবহার করে মিথ্যা মামলায় তাঁকে জড়ানোর চেষ্টা করেছে এবং সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিকর পোস্ট ছড়িয়ে মানুষকে ভুল বোঝানোর প্রচেষ্টা চালাচ্ছে। ড. মজুমদার বলেন, “আমি রাজনীতি করি না। একজন সুশীল নাগরিক হিসেবে সমাজের উন্নয়নে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করি। এ ধরনের কর্মকাণ্ড শুধুমাত্র ব্যক্তিগত নয়, সমাজের শান্তি ও সুষ্ঠু পরিবেশের জন্যও ক্ষতিকর। আমাদের উচিত কখনোই এসব মিথ্যা তথ্য বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়া এবং যাদের বিরোধিতা করা হচ্ছে, তাদের ন্যায্যতা ও সততা বোঝা।” তিনি আরও বলেন, “আমি সবসময় চেষ্টা করি সঠিক পথে চলতে এবং অযথা সংঘর্ষ থেকে দূরে থাকতে। তাই সকলকে আহ্বান জানাচ্ছি, অপপ্রচার থেকে সাবধান থাকুন এবং যেকোনো ধরনের মিথ্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে সমাজের সুস্থ পরিবেশ বজায় রাখুন।” ড. মজুমদারের এই সতর্কবার্তা সামাজিক মাধ্যমে ইতোমধ্যেই ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং সচেতন নাগরিকদের মধ্যে গুরুত্বপূর্ন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা