কাশিমপুর প্রতিনিধি : গাজীপুরের কাশিমপুর সুলতান মার্কেটে অবস্থিত তামিম ইলেকট্রনিক্স এন্ড ফার্ণীচার -৩ শো-রুমের বিরুদ্ধে ভয়াবহ প্রতারণার অভিযোগ উঠেছে। নিম্নমানের আসবাব বিক্রি করে বহুদিন ধরে গ্রাহকদের ঠকিয়ে আসছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী ও এলাকাবাসী। গত ১৮ জুন ২০২৫ ইং তারিখে আব্দুর রহিম নামে এক ক্রেতা নগদ টাকা দিয়ে দোকান থেকে একটি ওয়ারড্রোব ক্রয় করেন। কিন্তু মাত্র কয়েক দিনের মধ্যেই আসবাবটির ভেতরে ফাঙ্গাস ধরে যায়। নিম্নমানের কাঁচামাল ব্যবহারের কারণেই এ ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী, যার ফলে ভেতরে রাখা কাপড়চোপড় নষ্ট হয়ে যায়। অভিযোগ অনুযায়ী, বিষয়টি নিয়ে দোকানে গেলে মালিক কোনো প্রকার পরিবর্তন বা সমাধানের ব্যবস্থা করেননি। বরং উল্টো ভয়ভীতি ও হুমকি দিয়ে সাফ জানিয়ে দেন—“কোনো পণ্য পরিবর্তন করা হবে না।” স্থানীয়রা জানিয়েছেন, তামিম ইলেকট্রনিক্স এন্ড ফার্ণীচার -৩ দীর্ঘদিন ধরে এভাবে নিম্নমানের আসবাব বিক্রি করে প্রতারণা চালিয়ে যাচ্ছে। প্রতারণার অর্থে একে একে তিনটি শো-রুম চালু করেছে মালিক। তাদের দাবি, এখানে একটি সংঘবদ্ধ চক্র সক্রিয় থাকতে পারে, যারা ব্যবসায়ীকে মদদ দিচ্ছে। ভুক্তভোগী ও এলাকাবাসীর দাবি, বিষয়টি ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দ্রুত তদন্ত করে ব্যবসায়ীকে আইনের আওতায় আনতে হবে। সচেতন মহলের বক্তব্য—“এটি শুধু ব্যবসায়িক প্রতারণা নয়, বরং পরিকল্পিত অপরাধ। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সাধারণ ভোক্তাদের নিরাপত্তা নিশ্চিত হবে না।