নাসিরনগর থেকে আসা এক রোগীকে বিষাক্ত সাপে কামড় দিয়েছে।কিন্তু সাপের বিষের ভ্যাকসিন না থাকায় চিকিৎসায় বিলম্বিত হয়,পরে ইমারজেন্সি ডাক্তার এসে বলল সে আর বেঁচে নেই। কথা হল বেশিরভাগ সাপই থাকে গ্রামে, কিন্তু প্রায় গ্রামের হাসঁপাতাল গুলোতে সাপের ভ্যাকসিন থাকেনা। সাপ কামড় দিবে গ্রামে ভ্যাকসিন থাকবে শহরে, তাহলে সাপের কামড়ের মৃত্যুর হার অনেক অংশে বেড়ে যাবে।প্রত্যেক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিষাক্ত সাপের ভ্যাকসিনের সুব্যবস্থা করা হোক, অকালে কারো মৃত্যুই কাম্য নয়।।