‘এসএসসি ২০০২ এবং এইচএসসি ২০০৪ বাংলাদেশ’ নামের ফেসবুকভিত্তিক গ্রুপের মানবিক কাউন্সিলের উদ্যোগে দুর্গাপূজা উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নতুন পোশাক ও বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ‘সাইলেন্ট স্মাইল’ নামের একটি মানবিক ইভেন্টের মাধ্যমে প্রতিবছর ঈদ ও পূজায় সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে কাজ করে আসছে গ্রুপটির সদস্যরা। এরই ধারাবাহিকতায় এবার সীতাকুণ্ডের শঙ্কর মঠ মিশনের অনাথ আশ্রমে প্রায় ৪২ জন শিশুকে নতুন জামাকাপড়, শিক্ষা সামগ্রী, ক্রীড়া সামগ্রী, খাদ্য সামগ্রী ও প্রাথমিক ওষুধ প্রদান করা হয়। পাশাপাশি আশ্রম প্রাঙ্গণে বিভিন্ন ফলজ ও বনজ চারা রোপণও করা হয়। এছাড়া ‘০২০৪ ব্লাড ব্যাংক’ এর উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘০২০৪ মানবিক কাউন্সিল’-এর সদস্য এডভোকেট ফয়সাল অভি, শিলা তাহের, মো. আকতার হোসাইন এলিট, রতন নাথ, দীপক ভৌমিক, রহিম উদ্দীন, মো. শাহীন হোসেনসহ আরও অনেকে। স্থানীয় স্বেচ্ছাসেবী আব্দুল হালিম ও আশ্রমের শিক্ষক-কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। মানবিক কাউন্সিলের সদস্যরা জানান, “শিশুদের উৎসবের আনন্দে শরিক হতে পারাটাই আমাদের সবচেয়ে বড় পাওয়া। ভবিষ্যতেও আমরা মানবিক কাজগুলো চালিয়ে যেতে চাই।