• সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

কুষ্টিয়া মিরপুরে ৮ বছর বয়সী শিশু কন্যার মরদেহ উদ্ধার

শফিক / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

পরিবারের দাবী হত্যার পর লাশ ডোবায় ফেলে রাখা হয়েছে ।

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় বাড়ির পাশে ডোবা থেকে রাইসা খাতুন (৮) নামে এক স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার (১ অক্টোবর) মিরপুর উপজেলার বহলবাড়ীয়া ইউনিয়নের নওদা খাদিমপুর গ্রাম থেকে এই স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়। নিহত স্কুল ছাত্রী রাইসা হলেন নওদা খাদিমপুর গ্রামের আকরাম সর্দ্দারের মেয়ে ও নওদা খাদেমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় শ্রেণী ছাত্রী। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় গতকাল বুধবার দুপুরের দিকে বাড়ী থেকে হঠাৎ করে নিখোঁজ হয় শিশু রাইসা। রাইসার পরিবারের স্বজনেরা সম্ভাব্য সকল স্থানে তাকে খোঁজাখুজি করতে থাকে। দিন গড়িয়ে রাত শুরু হয় তবুও বাড়ী ফেরেনা রাইসা। এরই একপর্যায়ে রাত ৯টার দিকে বাড়ীর পাশে ডোবায় রাইসা মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে দ্রুত ডোবা থেকে মরদেহ উদ্ধার করে উপরে তুলে আনেন। পরে খবর দিলে ঘটনাস্থল পৌছান মিরপুর থানা পুলিশ। তবে স্থানীয়রা বলছেন- যে ডোবা হতে রাইসার মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে খুব একটা পানি নেই। যে পানি আছে সেই পানিতে কেউ ডুবে মারা যেতে পারে না। অনেকেই একটিকে পরিকল্পিত হত্যাকান্ড মনে করছে। রাইসার মৃত্যুকে ঘিরে এলাকায় চলছে নানা গুঞ্জন। স্থানীয় ও পরিবারের ধারণা কেউ হয়তোবা শিশু রাইসাকে অন্য কোথাও হত্যা করে পরে বাড়ির পাশের ওই ডোবায় ফেলে রেখে গেছে। বিষয়টি তদন্ত হওয়া প্রয়োজন বলে মনে করছেন স্থানীয়রা। শিশু রাইসার মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন-খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  পৌছে লাশ উদ্ধার করেছে। একটি পানি ডুবে মৃত্যু না কি কেউ হত্যা করেছে বিষয়টি পরিস্কার হবে ময়নাতদন্তের রিপোর্টের পর। তিনি আরো বলেন লাশ ময়না তদন্ত হবে কি না তা পরিবারের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা