নারায়ণগঞ্জে শারদীয় দুর্গা পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার শরীফউদ্দিন আহমেদ চৌধুরী।
নারায়ণগঞ্জ শহরের রামকৃষ্ণ মিশন আশ্রম ও আমলাপাড়া সর্বজনীন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় পরিদর্শনের উপস্থিত ছিলেন,নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা,সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান,অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী ও আনসার কমান্ড্যান্ট কানিজ ফারজানা শান্তা।
পরিদর্শন শেষে তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন,এবার নাঃগঞ্জের ঐতিহ্য অনুযায়ী ২২৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।আমরা এখন পর্যন্ত পূজার যে পরিবেশ দেখেছি এতে আমরা সন্তুষ্ট এবং সারাদেশে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে পূজা উদযাপন হচ্ছে,এবং আগামীকাল বিসর্জনের মাধ্যমে সমাপ্তি হবে।
তিনি আরও বলেন,এখন পর্যন্ত আমরা কোন অপ্রীতিকর ঘটনা শুনতে পায়নি এবং ভক্তরা শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপন করছে।আমরা প্রত্যাশা করছি উৎসবমুখর পরিবেশে বাকি অংশ শেষ করবো।
ঢাকা বিভাগীয় কমিশনার বলেন,নারায়ণগঞ্জে ঐতিহ্য রয়েছে যে সবাই মিলে একত্রে সব ধর্মের উৎসব উদযাপন করি। এবারও তাই হচ্ছে এবং এটি আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করি।
নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এতে আমরা আশা করি কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না। পূজা মণ্ডপে দায়িত্বে থাকা ব্যক্তিরা আমাদের আশ্বাসত্ব করেছে যে, সরকারি নির্দিষ্ট সময়ের মধ্যে কার্যক্রম সমাপ্তি করবে।
আমলাপাড়া সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, পাশেই মসজিদ আপনারা এতো ভক্ত থাকা শর্তেও যে ধর্য্য দেখিয়েছেন, তার জন্যই ১৪৩ বছর ধরে এ দুর্গা উৎসব হচ্ছে এবং এতে কোন সমস্যা হচ্ছে না,আপনারা এই যে দৃষ্টান্ত সৃষ্টি করেছেন এজন্য আগামীতেও এ ঐতিহ্য থাকবে।