ফের বিতর্কে জড়িয়েছেন উর্বশী রাউতেলা। মুখ খুললেই কটাক্ষের শিকার হওয়া যেন অভ্যাস হয়ে গেছে অভিনেত্রীর। এবার প্রিয়াংকা চোপড়াকে হুবহু নকল করে বিপাকে পড়েছেন উর্বশী। সমাজমাধ্যমে প্রিয়াংকা যেটাই পোস্ট করছেন, সেগুলোই হুবহু ভাগ করে নিচ্ছেন উর্বশী। নৃতত্ত্ববিদ জেন গুডঅল’র একটি উক্তি ইনস্টাগ্রামের স্টোরিতে ভাগ করে নিয়েছিলেন প্রিয়াংকা। সেই একই পোস্ট উর্বশীও নিজের সমাজমাধ্যমে ভাগ করে নেন। তবে, এই প্রথম নয়। মহাত্মা গান্ধীর একটি উক্তি ভাগ করে নিয়েছিলেন প্রিয়াংকা। সেটাও হুবহু ভাগ করে নেন উর্বশী। নেটাগরিকের নজর কিছুই এড়ায় না। তারাই পর পর তুলে ধরেছেন, প্রিয়াংকার প্রায় সব পোস্টই এইভাবে টুকে দেন উর্বশী। এই দেখে হাসির রোল উঠেছে নেটপাড়ায়। উর্বশীকে দেখে অবাক নেটাগরিক। এক নেটাগরিক হাসির ইমোজি দিয়ে লিখেছেন, প্রিয়াংকার স্টোরিগুলো হুবহু ভাগ করে নিচ্ছেন উর্বশী। সত্যিই ওকে আমি ভালোবাসি। আর এক নেটাগরিক ব্যাঙ্গোর সুরে বলেছেন, এই প্রথম কোনো সুন্দরী মহিলা প্রিয়াংকার পোস্ট নকল করলেন। উর্বশীকে কুর্নিশ। আর এক নেটাগরিকের কথায়, আমি সব সময় ভাবি, উর্বশী কি সত্যিই বোকা নাকি প্রচারে থাকার জন্য বোকা হওয়ার ভান করে? আসলে কোনো কথাই ওর গায়ে লাগে না। খুবই হাস্যকর!